প্রতিরক্ষামন্ত্রক
জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র ৭৫তম প্রতিষ্ঠা তথা বিশেষ মর্যাদাদান দিবস আগামীকাল
এই দিনটির স্মরণে আজ রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারকে বীর সেনানীদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব
Posted On:
25 NOV 2023 11:21AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৩
এনসিসি, অর্থাৎ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল। ১৯৪৮ সালের এই দিনটিতে বিশ্বের এক বৃহত্তম যুব সংগঠন রূপে এনসিসি-কে এক বিশেষ মর্যাদাদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয়। এনসিসি-র দীর্ঘ ৭৫ বছরের যাত্রাপথটি ছিল তরুণ ও যুবকদের মধ্যে শৃঙ্খলা পরায়ণতা, নেতৃত্বদান তথা দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগরণের এক বিশেষ ইতিহাস। এই দিনটির বিশেষ স্মরণে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে আজ অর্থাৎ, ২৫ নভেম্বর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামানে। দেশের যে সমস্ত বীর সৈনিক দেশ রক্ষার্থে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের উদ্দেশে সমগ্র এনসিসি-র পক্ষ থেকে তিনি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।
বলা বাহুল্য, জাতি গঠনের কাজে এনসিসি এক উল্লেখযোগ্য তথা গুরুত্বপূর্ণ অবদানের নজির সৃষ্টি করে এসেছে। যুদ্ধ স্মারকে যথোচিত মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপনের পর কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব বলেন, গত ৭৫ বছরে এনসিসি তাদের যাত্রাপথে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। ঐক্য ও শৃঙ্খলার এক নতুন নজির সৃষ্টি হয়েছে দেশের যুব বাহিনীর মধ্যে। এনসিসি-র অনবদ্য অবদানের কথা স্মরণ করে এই বাহিনীর সদস্যদের সর্বতোভাবে সহায়তা ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
আজকের এই অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে নয়াদিল্লির কমলা নেহরু কলেজের এনসিসি উইং-এর ২৬ জন তরুণী দেশাত্মবোধক থিম পরিবেশন করেন।
গত সাত দশক ধরে এনসিসি বিশেষ গর্বের সঙ্গে জাতি গঠনের কাজে নিয়োজিত রয়েছে। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর লক্ষ লক্ষ তরুণ ও যুবকদের চরিত্র গঠনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সংগঠনটি। কর্তব্যবোধ ও কর্তব্য পরায়ণতার সঙ্গে সঙ্গে দেশকে নেতৃত্বদানের মতো আবেগ ও অনুভূতিও সঞ্চারিত হয়েছে বাহিনীর সদস্যদের মধ্যে।
সামাজিক বিকাশ, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং সমষ্টি পরিষেবার দিক থেকেও এনসিসি কোনভাবেই পিছিয়ে নেই। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনসিসি সদস্যরা একপক্ষকাল ধরে ‘স্বচ্ছতাই সেবা’র আদর্শকে দেশব্যাপী প্রচারের কর্মসূচি পালন করে। পরিচ্ছন্নতাবোধ দেশবাসীর মধ্যে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই তাঁদের এই প্রচেষ্টা। অন্যভাবে বলতে গেলে, ভারতকে আবর্জনামুক্ত একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই বাহিনীর সদস্যরা এই অভিযান সফল করে তোলার কাজে উদ্যোগ গ্রহণ করেন। আবার, বাহিনীর ১৫ লক্ষ সদস্য এ বছর ১ অক্টোবর এক ঘন্টার শ্রমদান কর্মসূচির সঙ্গেও যুক্ত হন।
৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ঐতিহাসিক মুহূর্তে এনসিসি তার নিষ্ঠা ও সঙ্কল্পে আজও অবিচল। সমাজ তথা জাতি গঠনের মহান প্রচেষ্টায় ব্রতী এনসিসি-র সকল সদস্যই। এই দিনটির স্মরণে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান অভিযান, প্যারেড, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক কর্মসূচি এবং সচেতনতা অভিযানের আয়োজন করা হয়েছে।
PG/SKD/DM/…
(Release ID: 1979860)
Visitor Counter : 141