তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভিএফএক্স এবং টেক প্যাভেলিয়নের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

নতুন প্রযুক্তিকে গ্রহণ করার সুবাদে ভারত উৎপাদনোত্তর শিল্পের অন্যতম কেন্দ্র হয়ে উঠছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গোয়া, ২১  নভেম্বর, ২০২৩

 

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে আজ ভিএফএক্স এবং টেক প্যাভেলিয়নের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আইএফএফআই-এর ফিল্ম বাজারের ইতিহাসে এই প্রথম এনএফডিসি এ ধরণের প্যাভেলিয়নের আয়োজন করেছে। এই প্যাভেলিয়নে অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্ট, ভার্চুয়াল রিয়েলিটি, সিজিআই প্রভৃতি বিষয়ে চলচ্চিত্র নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আধুনিকতম প্রযুক্তিগত প্রকৌশলগুলি তুলে ধরা হচ্ছে। 

প্যাভেলিয়নের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ক্যামেরা চোখে নিয়ে হাতে-কলমে বিষয়গুলি সম্পর্কে একটা সার্বিক ধারণা পাওয়ার চেষ্টা করেন তিনি। নতুন চলচ্চিত্র নির্মাতা এবং লেখকদের সঙ্গে কথাও বলেন অনুরাগ সিং ঠাকুর।

বিনোদন শিল্পে ভারতের স্থান দশম থেকে উঠে পঞ্চম হয়েছে বলে তিনি জানান। এক্ষেত্রে খুব শীঘ্রই দেশ তৃতীয় স্থানে পৌঁছে যাবে বলে তাঁর বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত নানা নতুন কৃৎকৌশল সাদরে গ্রহণ করে এই দেশ শুধুমাত্র চিত্রগ্রহণ নয়, উৎপাদনোত্তর বিষয়গুলিতেও সারা বিশ্বের অন্যতম কেন্দ্র হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।  


    
PG/AC/NS


(रिलीज़ आईडी: 1978820) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Tamil , Kannada , English , Urdu , हिन्दी , Konkani , Assamese , Gujarati