তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এবং গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত আজ যৌথ ভাবে ইফি (আইএফএফআই) সিনে মেলা উদ্বোধন করলেন
মুম্বাই, ২১ নভেম্বর, ২০২৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এবং গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত আজ গোয়ার পানাজির যোগ সেতুতে যৌথ ভাবে ইফি (আইএফএফআই) সিনে মেলা উদ্বোধন করলেন।
শ্রী অনুরাগ সিং ঠাকুর ন্যাশনাল ফিল্ম আর্কাইভসের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের আওতায় এই প্যাভিলিয়ন ভারতের চলচ্চিত্র ঐতিহ্যের সংরক্ষণ, ডিজিটাইজেশন ও পুনঃনির্মাণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমার প্যাভিলিয়নও ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং গোয়ার মুখ্যমন্ত্রী।
ইফি শুধুমাত্র চলচ্চিত্র ক্ষেত্রের সেরা নির্মাণগুলি তুলে ধরারই উদ্যোগ নয়, তা সাংস্কৃতিক বৈচিত্রেরও উদযাপন। এবছর এই সমারোহে ইফি সিনে মেলা নবতম সংযোজন। সেখানে ইফিতে নিবন্ধিকৃত নন এমন স্থানীয় মানুষ ও পর্যটকরাও সিনেমা, শিল্প, সংস্কৃতি, খাদ্য প্রভৃতি নানা বিষয়ে আনন্দময় অভিজ্ঞতা লাভ করতে পারেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন চালু করে। এবাবদ ২০২১-২২ থেকে ২০২৪-২৫ সময়ের জন্যও খরচ ধরা হয়েছে ৫৪৪.৮২ কোটি টাকা। ২০১৯-এর ১৯ জানুয়ারী মুম্বাইয়ের ফিল্ম ডিভিশন চত্ত্বরে ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
PG/AC/AS
(Release ID: 1978642)
Visitor Counter : 127