আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০১৪ থেকে শহরাঞ্চল কর্মসূচিতে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে : আবাসন মন্ত্রী হরদীপ এস পুরী

Posted On: 16 NOV 2023 3:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২৩

 

আবাসন ও শহর বিষয়ক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী বলেছেন, “সিআইটিআইআইএস ২.০ স্মার্ট সিটি মিশনের সহায়ক হবে এবং আমাদের শহরে বর্জ্য ব্যবস্থাপনার মূল্যশৃঙ্খল জুড়ে উদ্ভাবনের ব্যবহার করতে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে মিশে যাবে।” সিআইটিআইআইএস ২.০ চ্যালেঞ্জের সূচনা করে তিনি বলেন যে এই কর্মসূচির আরও লক্ষ্য জৈব বর্জ্য থেকে জৈব জ্বালানী তৈরি করতে গোবর ধন মিশনের সঙ্গে যুক্ত হওয়া। তিনি স্মার্ট সিটি মিশনের অধীন ১০০টি স্মার্ট সিটির সবকটিকেই এই চ্যালেঞ্জের জন্য আবেদন করতে বলেছেন এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের তরফ থেকে সবরকম সহায়তা এবং দিক নির্দেশের আশ্বাস দিয়েছেন। 

২০২৩-এর ৩১ মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিআইটিআইআইএস ২.০-টি অনুমোদন করে। আজ ২০২৩-এর ১৬ নভেম্বর সিআইটিআইআইএস ২.০ চ্যালেঞ্জের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে। 

মন্ত্রী সিআইটিআইআইএস এবং স্মাট সিটিজ মিশনকে সহায়তাকারী আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ জানান। সিআইটিআইআইএস ২.০-এর জন্য মোট তহবিলের মধ্যে আছে ১৭৬০ কোটি টাকা। এছাড়াও এই কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ১০৬ কোটি টাকার কারিগরি সহায়তা অনুদান মিলবে। 

সমাবেশে শ্রী পুরী সিআইটিআইআইএস ১.০-র সাফল্য তুলে ধরেন। যেখানে ১০০০-এর বেশি নতুন বৈদ্যুতিক গাড়ি দেওয়া হয়েছে, ১০০ কিলোমিটারের বেশি ননমোটরাইজড পরিবহন করিডোরের উন্নয়ন ঘটানো হয়েছে, সাড়ে ৭০০ একরের বেশি উন্মুক্ত সবুজ ক্ষেত্র তৈরি করা হয়েছে এবং ১৪০০ সুলভ আবাসন তৈরি করা হয়েছে, ৩৫০টি শিক্ষাকেন্দ্র এবং ৫১টি স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। 

ভারতে নগরায়ণ ক্ষেত্রের উন্নয়ন ও বৃদ্ধির দিকে সরকারের নজরের উল্লেখ করে শ্রী হরদীপ সিং পুরী বলেন যে দেশ এখন বিশ্বের সর্ব বৃহৎ পরিকল্পিত নগরায়ণ কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৪ থেকে নগরোন্নয়নের মোট লগ্নি ১০ গুণ বেড়ে ১৮ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে। ২০০৪ থেকে ২০১৪ এই ১০ বছরের তুলনায়।

দেশের নগরাঞ্চলের চক্র অর্থনীতি অর্জনে সরকারি প্রয়াসের বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত মিশনের অধীনে ১১২টি বায়োমেথানেশন কারখানা বসানো হয়েছে, ২৩৯১টি বর্জ্য থেকে সার তৈরির কেন্দ্র বসানো হয়েছে, ৫৫টি বর্জ্য থেকে বিদ্যুৎ বানানোর কেন্দ্র তৈরি হয়েছে, ২২৮১টি পদার্থ পুনরুদ্ধার কেন্দ্র স্থাপিত হয়েছে, ৯৭২টি নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হয়েছে এবং ৩৩৫টি কঠিন এবং তরল সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “অমরুৎ এবং অমরুৎ ২.০ আমাদের শহরের জল সরবরাহ ব্যবস্থার রূপান্তরকারী অগ্রগতি ঘটিয়েছে। এসবিএন-ইউ ২.০ আমাদের শহরকে জঞ্জাল মুক্ত করবে এবং দেশের সংস্কৃতির বদল ঘটাবে।” 


PG/AP/AS


(Release ID: 1977521) Visitor Counter : 86