অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ পাচ্ছে ৫৪৮৮.৮৮ কোটি টাকা, কর রাজস্ব বাবদ প্রাপ্য হিসেবে রাজ্যগুলির জন্য নভেম্বর ২০২৩ –এ ৭২,৯৬১.২১ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র

উৎসবের মরশুমে নির্ধারিত তারিখ ১০ ই নভেম্বরের ৩ দিন আগেই এই অর্থ মঞ্জুর করা হল

Posted On: 07 NOV 2023 5:30PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৭ নভেম্বর, ২০২৩

 

কর রাজস্ব বাবদ প্রাপ্য হিসেবে নভেম্বর ২০২৩ –এ কেন্দ্রের কাছ থেকে  ৫৪৮৮.৮৮ কোটি টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গ। এবাবদ রাজ্যগুলিকে মোট ৭২,৯৬১.২১ কোটি টাকা দেওয়া হচ্ছে।   ত্রিপুরা ৫১৬.৫৬ কোটি এবং ঝাড়খণ্ড ২৪১২.৮৩ কোটি টাকা পাবে।
 উৎসবের মরশুমে নির্ধারিত তারিখ ১০ ই নভেম্বরের ৩ দিন আগেই এই অর্থ মঞ্জুর করা হল।
এর ফলে উৎসবের মরশুমে রাজ্যগুলি উপযুক্ত সময়ে প্রাপকদের পাওনাগণ্ডা মিটিয়ে দিতে পারবে। 

PG/AC /SG


(Release ID: 1975547) Visitor Counter : 112