প্রধানমন্ত্রীরদপ্তর
রোজগার মেলায় ২৮ অক্টোবর বিভিন্ন সরকারি দপ্তরে ৫১,০০০ নতুন কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী
Posted On:
27 OCT 2023 3:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ অক্টোবর, ২০২৩ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে ৫১,০০০ নতুন কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন।
দেশের ৩৭টি জায়গায় এই রোজগার মেলা হবে। রেল, ডাক, স্বরাষ্ট্র দপ্তর, রাজস্ব দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতো কেন্দ্রীয় দপ্তরের পাশাপাশি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও সরকারি ক্ষেত্রে হচ্ছে এই নিয়োগ।
কর্মসংস্থানের প্রসারে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রতিফলন এই রোজগার মেলা। দেশের বিকাশের লক্ষ্যে তরুণ প্রজন্মের সামনে কাজের সুযোগ এনে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে এই রোজগার মেলার।
নবনিযুক্তরা অনলাইনে আইগট কর্মযোগী পোর্টালের মাধ্যমে প্রশিক্ষণেরও সুযোগ পাবেন। ওই পোর্টালে ৭৫০টি ই-লার্নিং পাঠক্রমের আওতায় প্রশিক্ষণের সুযোগ পাওয়া যায় দেশের যে কোনো প্রান্ত থেকেই।
PG/AC/SKD
(Release ID: 1972100)
Visitor Counter : 119
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam