প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী আগামীকাল ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি)২০২৩-এর সপ্তম পর্বের উদ্বোধন করবেন
Posted On:
26 OCT 2023 2:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৩-এর সপ্তম পর্বের উদ্বোধন করবেন আগামীকাল সকাল ৯টা ৪৫-এ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০০ ‘ফাইভ জি ইউস কেস ল্যাবস’ দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রদান করবেন। ‘১০০ ফাইভ জি ল্যাবস’ উদ্যোগের অধীন এই পরীক্ষাগারগুলি গড়ে তোলা হচ্ছে।
ফাইভ জি প্রযুক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন সুযোগের সদ্ব্যবহারের দিকে লক্ষ্য রেখে এই ১০০ ফাইভ জি ল্যাবস উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতের অনন্য প্রয়োজন এবং বৈশ্বিক চাহিদা মেটাতে এই উদ্যোগ। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ক্ষেত্র যেমন শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শক্তি, পরিবহণ প্রভৃতি ক্ষেত্রে এই অনন্য উদ্যোগ উদ্ভাবনী ক্ষেত্রকে আরও বেশি ত্বরান্বিত করবে এবং ফাইভ জি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দেশকে প্রথম সারিতে নিয়ে আসবে। এই উদ্যোগ দেশে সিক্স জি-র উপযোগী শিক্ষা ক্ষেত্র এবং স্টার্ট আপ পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল দেশীয় টেলিকম প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি অনন্য উদ্যোগ, যা জাতীয় সুরক্ষা ক্ষেত্রে অপরিহার্য।
ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সমগ্র এশিয়ায় টেলিকম, গণমাধ্যম এবং প্রযুক্তির এক বৃহত্তম মঞ্চ। এর তিন দিনের এই অধিবেশন অনুষ্ঠিত হবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। এই মঞ্চ ভারতকে টেলিযোগাযোগ ক্ষেত্রে অসাধারণ অগ্রগতির এক মঞ্চ হিসেবে তুলে ধরবে এবং স্টার্ট আপগুলির ক্ষেত্রে তাদের উদ্ভাবনী ক্ষেত্র এবং সমাধানসূত্রের বিভিন্ন দিকের প্রদর্শনের ওপর অগ্রাধিকার দেবে।
আইএমসি ২০২৩-এর বিষয় হল ‘বৈশ্বিক ডিজিটাল উদ্ভাবন’, যার মূল লক্ষ্য হল অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে উদ্ভাবক, নির্মাতা এবং রপ্তানিকারক হিসেবে তুলে ধরা। ৩ দিনের এই কংগ্রেসের মূলগত উদ্দেশ্য হল ফাইভ জি, সিক্স জি, কৃত্রিম মেধা (এআই) প্রভৃতি ক্ষেত্রে জড়িত প্রযুক্তির ওপর আলোকপাত করা এবং সেমি কন্ডাক্টার শিল্প, গ্রীণ প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা।
এবছর আইএমসি স্টার্ট আপ কর্মসূচি ‘অ্যাসপায়ার’-এর সূচনা করছে। এর উদ্দেশ্য হল বিভিন্ন স্টার্ট আপ বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠিত ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ ত্বরান্বিত করা এবং নতুন উদ্যোগ ক্ষেত্র এবং সহযোগীর মধ্যে অনুঘটকের কাজ করা।
আইএমসি ২০২৩-এ ২২টি দেশ থেকে প্রায় ১ লক্ষের বেশি প্রতিনিধি যোগ দেবেন। এদের মধ্যে প্রায় ৫ হাজার সিইও স্তরের অভ্যাগত থাকবেন। ২৩০টি প্রদর্শক, ৪০০ স্টার্ট এবং সংশ্লিষ্ট অন্য সব পক্ষ এতে যোগ দেবেন।
PG/AB/AS
(Release ID: 1971725)
Visitor Counter : 133
Read this release in:
Kannada
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam