প্রধানমন্ত্রীরদপ্তর
আমেঠী সাংসদ খেল প্রতিযোগিতা ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
Posted On:
13 OCT 2023 12:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অক্টোবর, ২০২৩
আমেঠীতে আমার প্রিয় পরিবারের সদস্যরা, আপনাদের সকলকে নমস্কার জানাই! আমেঠি সাংসদ খেল-কুদ প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে আপনাদের মধ্যে আসতে পারা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। খেলাধূলার জন্য এই মাসটি দেশের পক্ষে অত্যন্ত শুভ। আমাদের ক্রীড়াবিদরা এশিয়ান গেমসে ১০০টির বেশি পদক জয় করেছেন। এখানে, আমেঠীর এই ক্রীড়া প্রতিযোগিতায়ও খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। সাংসদ খেল-কুদ প্রতিযোগিতায় যেসমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন আমি তাদের অভিনন্দন জানাই। নিশ্চিত ভাবেই এই ক্রীড়া প্রতিযোগিতা আপনাদের মধ্যে আস্থা বৃদ্ধিতে সাহায্য করেছে, আপনারা নূতন শক্তিতে উদ্বুদ্ধ হয়ে উঠেছেন। শুধু আপনারাই নন, পুরো অঞ্চলের মানুষের মধ্যে একই অনুভূতি হয়েছে বলে আমি জানতে পেরেছি। এই উৎসাহ উদ্দীপনা এবং আত্মবিশ্বাসের প্রসার ঘটাতে হবে। গত ২৫ দিন ধরে যে অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন, তা আপনাদের ক্রীড়া জীবনে সম্পদ হয়ে থাকবে। এই প্রতিযোগিতায় যেসব শিক্ষক, পরিদর্শক, স্কুল ও কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করেছেন, মনোবল জুগিয়েছেন, তাদের সকলকে অভিনন্দন জানাই। এই ছোট্ট জায়গায় এক লক্ষের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যা অভূতপূর্ব। এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য আমি আমেঠীর সাংসদ স্মৃতি ইরানিজীকে শুভেচ্ছা জানাই।
বন্ধুগণ, যে কোনো সমাজের উন্নয়নের জন্য সেই সমাজের ক্রীড়া-সংস্কৃতির বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে বিভিন্ন খেলাধুলো এবং খেলোয়াড়দের জন্য সুযোগ করে দিতে হবে। মনে রাখবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। পরাজয়ের পর আবারও সাফল্যের জন্য উদ্যোগী হওয়া, দলের সকলের সঙ্গে একজোট হয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা, ব্যক্তিত্বের বিকাশের জন্য – খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যুব সম্প্রদায়ের উন্নতি ঘটবে।বিজেপির সাংসদরা সমাজের উন্নয়নের জন্য উদ্যোগী হয়েছেন। আর তাই তাঁরা তাদের নিজ নিজ কেন্দ্রে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছেন। আগামী দিনে নিঃসন্দেহে এর ইতিবাচক প্রভাব দেশ জুড়ে অনুভূত হবে। আমেঠীর তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক জয় করবেন, সেবিষয়ে আমি নিশ্চিত। এই প্রতিযোগিতায় যে মূল্যবান অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছেন তা ভবিষ্যতে সহায়ক হবে।
বন্ধুগণ, যখন কোনো খেলোয়াড় মাঠে খেলতে নামেন, তখন তাদের লক্ষ্য থাকে নিজেকে এবং দলকে কিভাবে বিজয়ী করতে হবে। আজ সারা দেশ খেলোয়াড়দের মতোই ভাবনা চিন্তা করছে। যখন খেলোয়াড়রা খেলতে নামেন তখন তাঁরা দেশকে অগ্রাধিকার দেন। সেই সময়ে সবরকমের ঝুঁকি অগ্রাহ্য করে তারা দেশের জন্য খেলেন। বর্তমানে দেশও এক বৃহৎ লক্ষ্যপূরণের জন্য এগিয়ে চলেছে। উন্নত ভারত গড়ার জন্য প্রত্যেক জেলার প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর তাই প্রত্যেক অঞ্চলকে এক ভাবনায়, এক লক্ষ্যে এবং এক সিদ্ধান্তে এগিয়ে যেতে হবে। এই চিন্তাভাবনা থেকেই আমরা টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম বা টপস্ এবং দেশের যুব সম্প্রদায়ের জন্য খেলো ইন্ডিয়া ক্রীড়া প্রতিযোগিতার মত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত করছি। আজ টপস- প্রকল্পে শত শত খেলোয়াড়দের দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই খেলোয়াড়রা কোটি কোটি টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন। খেলো ইন্ডিয়া ক্রীড়া প্রতিযোগিতায় ৩ হাজারের বেশি ক্রীড়াবিদ প্রতি মাসে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এর ফলে প্রশিক্ষণ, খাওয়া দাওয়া, ক্রীড়া সরঞ্জাম কেনা, প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করা সহ অন্যান্য খরচ তারা মেটাতে পারছেন।
আমার প্রিয় পরিবারের সদস্যরা,
আজকে পরিবর্তনশীল এই ভারতে ছোট ছোট শহরগুলিতেও প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে স্টার্ট আপ গড়ে তোলার ক্ষেত্রে ভারতের পরিচিতির মূল কারণ হল, এখন ছোট ছোট শহরগুলিতেও স্টার্ট আপ সংস্থা তৈরি হচ্ছে। গত কয়েক বছরে আপনারা খেয়াল করেছেন, ক্রীড়া জগতে ছোট ছোট শহর থেকে অনেকে উঠে এসেছেন। এটি সম্ভব হয়েছে, তার কারণ আজ ভারতে সম্পূর্ণ স্বচ্ছ্বতার সঙ্গে সব কাজ করা হচ্ছে। যুবক যুবতীরা এর সুফল পাচ্ছেন। বড় শহর থেকে আসা খেলোয়াড়রা এশিয়ান গেমসে পদক জয় করেন — এই ভাবনা এখন অতীত। এখন ছোট ছোট শহরের খেলোয়াড়রাও পদক জয় করছেন। তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা নিয়েছি আমরা। ফলস্বরূপ, অন্নু রানী এবং পারুল চৌধুরীর মত উত্তরপ্রদেশের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছেন, দেশ তাদের জন্য গর্বিত। এই অঞ্চল সুধা সিং-এর মতো খেলোয়াড়দের উপহার দিয়েছে। আমাদের এই সব প্রতিভাকে বিকশিত করতে হবে, তাদের বিকাশে সহায়তা করতে হবে।এই লক্ষ্যপূরণে সাংসদ খেল প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমার প্রিয় খেলোয়াড়রা,
আপনাদের সকলের কঠোর পরিশ্রম আগামী দিনে সাফল্য অর্জন করতে সাহায্য করবে , সেই বিশ্বাস আমার আছে । আপনাদের মধ্যে থেকেই কেউ একজন আগামী দিনে বিশ্ব মঞ্চে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে তুলে ধরবেন। আমেঠীর যুবক যুবতীরা খেলাধূলায় আরো এগিয়ে যান! আরো একবার আপনাদের সকলের শুভ কামনা করি! অনেক অনেক ধন্যবাদ।
(প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছেন)
PG/ CB /SG/
(Release ID: 1968409)
Visitor Counter : 66
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam