প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মুম্বাইতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪১তম অধিবেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪০ বছর পর ভারতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অধিবেশন বসছে

Posted On: 12 OCT 2023 7:03PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ অক্টোবর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম অধিবেশনের উদ্বোধন করবেন। 

এই অধিবেশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে পরিগণিত হয়। প্রায় ৪০ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন বসছে। ১৯৮৩ সালে নতুন দিল্লিতে আইওসি-র ৮৬তম অধিবেশনের আসর বসেছিল। 

এবার আইওসি-র ১৪১তম অধিবেশন আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী সহযোগিতা, ক্রীড়া ক্ষেত্রে উৎকর্ষ এবং অলিম্পিকের আদর্শে বন্ধুত্ব, শ্রদ্ধা ও শ্রেষ্ঠত্ব উদযাপনের প্রতি ভারতের আগ্রহ মূর্ত হয়ে উঠেছে। ক্রীড়া সম্পর্কিত জ্ঞান ও চিন্তা-ভাবনা আদানপ্রদানের এক চমৎকার সুযোগও এই উপলক্ষ্যে পাওয়া যাবে। 

এই অধিবেশনে আইওসি-র সভাপতি টমাস বাচ ও কমিটির অন্য সদস্যরা যোগ দেবেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি ও বিশিষ্ট ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বরা অধিবেশনে উপস্থিত থাকবেন। 

PG/SD/NS


(Release ID: 1967435) Visitor Counter : 138