প্রতিরক্ষামন্ত্রক
রোমে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গে বৈঠক করলেন
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং; প্রতিরক্ষা সংক্রান্ত শিল্পক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা
নিরাপত্তা, গবেষণা ও উন্নয়ন, যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ উদ্যোগ স্থাপন সহ প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে চুক্তি স্বাক্ষরিত
Posted On:
10 OCT 2023 10:05AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২৩
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর ইতালি ও ফ্রান্স সফরের প্রথম পর্বে রোমে ৯ অক্টোবর ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গে বৈঠক করেছেন। প্রশিক্ষণ, তথ্য বিনিময়, সামুদ্রিক মহড়া ও সমুদ্র সুরক্ষা সহ প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও ইতালির পরিপূরক ক্ষমতার ওপর ভিত্তি করে যৌথ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় স্টার্টআপগুলির সঙ্গে ইতালিয় সংস্থাগুলির আলোচনা ও আদান-প্রদান বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
বৈঠকের পর নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি, গবেষণা ও উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ, সমুদ্র সংক্রান্ত সচেতনতা, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যের আদান-প্রদান, প্রতিরক্ষা শিল্প এবং যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন ও যৌথ উদ্যোগ স্থাপন সহ প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আগে, রাজনাথ সিং-কে ভিলা মাদামায় গার্ড অফ অনার দেওয়া হয়। সিয়ামপিনো বিমানবন্দরে প্রতিরক্ষামন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ইতালিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ নীনা মালহোত্রা এবং ইতালি সরকারের পদস্থ আধিকারিকরা।
PG/SD/AS
(Release ID: 1966225)
Visitor Counter : 106