শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

জুলাই মাসে ইএসআই প্রকল্পে ১৯ লক্ষ ৮৮ হাজার নতুন কর্মী নাম নথিভুক্ত করেছেন; এঁদের মধ্যে ৯ লক্ষ ৪০ হাজার জনের বয়স ২৫-এর মধ্যে

Posted On: 20 SEP 2023 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর ২০২৩

 


এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি-র প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই মাসে এই ব্যবস্থায় ১৯ লক্ষ ৮৮ হাজার নতুন কর্মী অন্তর্ভুক্ত হয়েছেন। এখানে প্রায় ২৭ হাজার ৮৭০টি নতুন সংস্থা নাম নথিভুক্ত করেছে। 

নতুন কর্মীদের মধ্যে ৯ লক্ষ ৫৪ হাজারের বয়স ২৫-এর মধ্যে। অর্থাৎ, ১৯ লক্ষ ৮৮ হাজার নতুন কর্মীর মধ্যে ৪৭.৯ শতাংশই যুব সম্প্রদায়ের।

সামাজিক সুরক্ষা সংক্রান্ত এই প্রতিষ্ঠানের প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাই মাসে ৩ লক্ষ ৮২ হাজার মহিলা কর্মীর নাম নথিভুক্ত হয়েছে। এছাড়াও, ৫২ জন তৃতীয় লিঙ্গের কর্মী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। এর থেকে এটি স্পষ্ট যে সমাজের প্রতিটি অংশের মানুষ এই ব্যবস্থার সুফল পাচ্ছেন। 

AC/CB/DM


(Release ID: 1959222) Visitor Counter : 109