অর্থমন্ত্রক

২০২৩-২৪ অর্থবর্ষে (১৬.০৯.২০২৩ পর্যন্ত) মোট প্রত্যক্ষ কর সংগ্রহ বৃদ্ধি ১৮.২৯ শতাংশ

২০২৩-২৪ অর্থবর্ষে (১৬.০৯.২০২৩ পর্যন্ত) নেট প্রত্যক্ষ কর সংগ্রহ ২৩.৫১ শতাংশের বেশি বৃদ্ধি

২০২৩-২৪ অর্থবর্ষে (১৬.০৯.২০২৩ পর্যন্ত) অগ্রিম কর সংগ্রহ ৩,৫৫,৪৮১ কোটি টাকা, ২০.৭৩ শতাংশ বৃদ্ধি

১৬.০৯.২০২৩ পর্যন্ত ১,২১,৯৪৪ কোটি টাকা ফেরত

Posted On: 18 SEP 2023 4:20PM by PIB Kolkata

   নতুনদিল্লি ১৮ সেপ্টেম্বর 

 

আপাত পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে (১৬.০৯.২০২৩ পর্যন্ত) নিট কর সংগৃহীত হয়েছে ৮,৬৫,১১৭ কোটি টাকা, যা গত বছরের (২০২২-২৩ অর্থবর্ষ) ৭,০০,৪১৬ কোটি টাকার তুলনায় ২৩.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কর্পোরেশন ট্যাক্স (সিআইটি) ৪,১৬,২১৭ কোটি টাকা এবং সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) সহ ব্যক্তিগত আয়করের ৪,৪৭,২৯১ কোটি টাকা মিলিয়ে (১৬.০৯.২০২৩ পর্যন্ত) নিট প্রত্যক্ষ কর সংগৃহীত হয়েছে ৮,৬৭,১১৭ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবর্ষে মোট প্রত্যক্ষ কর (ফেরতের আগে) সংগৃহীত হয়েছে ৯,৮৭,০৬১ কোটি টাকা, যা গত আর্থিক বছরের ৮,৩৪,৪৬৯ কোটি টাকার তুলনায় ১৮.২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

২০২৩-২৪ অর্থবর্ষে (১৬.০৯.২০২৩ পর্যন্ত) অগ্রিম কর সংগৃহীত হয়েছে ৩,৫৫,৪৮১ কোটি টাকা, যা গত আর্থিক বছরের (২০২২-২৩) ২,৯৪,৪৩৩ কোটি টাকার তুলনায় ২০.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

২০২৩-২৪ অর্থবর্ষে ১৬.০৯.২০২৩ তারিখ পর্যন্ত ১,২১,৯৪৪ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। 
                           
AC/MP/CS



(Release ID: 1958782) Visitor Counter : 86