প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জার্মানীর চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Posted On: 10 SEP 2023 8:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৩ 

 


নতুন দিল্লিতে জি-২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর শ্রী ওলাফ শলৎজ – এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় সফরের পর জার্মান চ্যান্সেলরের এটি দ্বিতীয় ভারত সফর। 
জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করায় চ্যান্সেলর শলৎজ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এই সময়কালে জার্মানী ভারতকে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। জি-২০ গোষ্ঠীর বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে জার্মানীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। 
দুই নেতা উভয় দেশের দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করেন। এছাড়াও, প্রতিরক্ষা, পরিবেশ-বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, দক্ষ মানবসম্পদের আদান-প্রদান এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও দৃঢ় করার বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন। 
উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। 
প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর’কে আগামী বছর আন্তঃসরকারি কমিশনের পরবর্তী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য ভারতে আসার আমন্ত্রণ জানান। 

AC/CB/SB




(Release ID: 1956279) Visitor Counter : 135