কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস)-এর উন্নতিতে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রকল্পের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

এই প্রকল্পের অধীনে ২০৩০-৩১ সালের মধ্যে মোট ৪,০০০ মেগাওয়াট-ঘন্টা বিইএসএস রূপায়িত হবে

এই প্রকল্পের বন্টনকারী কোম্পানি এবং ব্যবহারকারীদের স্টোরেজ খরচ কমবে

Posted On: 06 SEP 2023 3:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস)-এর উন্নতিতে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ২০৩০-৩১ সালের মধ্যে মোট ৪,০০০ মেগাওয়াট-ঘন্টা বিইএসএস রূপায়িত হবে। প্রকল্পের ৪০ শতাংশ আর্থিক সহায়তা আসবে মূলধনী ব্যয় হিসেবে। কেন্দ্রীয় সরকারের নেওয়া পরিবেশ উপযোগী এই পদক্ষেপ ব্যাটারির স্টোরেজ ব্যবস্থার খরচ কমানোর পাশাপাশি এর কার্যক্ষমতাও বাড়িয়ে দেবে।

পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌর ও বায়ুশক্তি দেশের মানুষের কাছে কম খরচে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প তৈরি করা হয়েছে। ৩,৭৬০ কোটি টাকার বাজেট সহায়তা সহ এই প্রকল্পের প্রাথমিক বরাদ্দ ধরা হয়েছে ৯,৪০০ কোটি টাকা। এই প্রকল্পের লক্ষ্য হল, প্রতি কিলোওয়াট-ঘন্টায় ব্যাটারির স্টোরেজ খরচ ৫.৫০ টাকা থেকে ৬.৬০ টাকার মধ্যে রাখা, যাতে দেশে চূড়ান্ত বিদ্যুৎ চাহিদার সময়ে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে সঞ্চিত রাখা যায়।

গ্রাহকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিইএসএস প্রকল্পের ৮৫ শতাংশ বন্টনকারী কোম্পানিগুলিকে (ডিসকম) দেওয়া হবে। এর ফলে, গ্রিডে পুনর্নবীকরণযোগ্য শক্তির সরবরাহ যেমন বাড়বে, তেমনি চূড়ান্ত সময়ে বিদ্যুতের অপচয়ও কম হবে। 

টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গোটা প্রকল্প রূপায়িত হবে। ভারত সরকার পরিবেশ-বান্ধব, দূষণমুক্ত শক্তির উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্যে বিইএসএস প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ফলে, পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতি ত্বরান্বিত হবে। পাশাপাশি, ব্যাটারি স্টোরেজ ব্যবস্থায় পরিবর্তন আসবে, যা দেশের সমস্ত নাগরিককে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।


AC/MP/DM


(Release ID: 1955221) Visitor Counter : 174