প্রধানমন্ত্রীরদপ্তর

দক্ষিণ আফ্রিকা ও গ্রীসের সফল সফর শেষে বেঙ্গালুরুতে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে

Posted On: 26 AUG 2023 10:04AM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৬ অগাস্ট, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চার দিনের সফল বিদেশ সফর শেষে আজ বেঙ্গালুরু পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী ব্রিকস্ শিখর সম্মেলনে অংশ নেন এবং এরপর গ্রীসে যান। প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং স্থানীয় চিন্তাবিদদের সঙ্গেও বৈঠকে বসেন। উভয় দেশেই তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশ থেকেই ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে চাঁদে চন্দ্রযান-৩ এর অবতরণ প্রত্যক্ষ করেন তিনি। এরপর, দেশে ফিরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে আলোচনার জন্য তিনি সরাসরি বেঙ্গালুরু যান। 
প্রধানমন্ত্রীকে এইচএএল বিমানবন্দরের বাইরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী সমবেত জনগণের উদ্দেশে তাঁর ভাষণ শুরু করেন ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ধ্বনির মাধ্যমে, সঙ্গে যোগ করেন ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ ধ্বনি। শ্রী মোদী বলেন, ভারতের এই সাফল্যে দক্ষিণ আফ্রিকা ও গ্রীসেও তিনি সমান আনন্দ ও উৎসাহ প্রত্যক্ষ করেছেন। 
ইসরোর দলের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরে প্রথম বেঙ্গালুরু আসার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে নিয়ম-নীতি সংক্রান্ত যাবতীয় সহযোগিতা করার জন্য কর্ণাটকের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। 
শ্রী মোদী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় এবং বিপুল উৎসাহের সঙ্গে বিমানবন্দরের বাইরে সমবেত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। এরপর, তিনি চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাতের জন্য রোড শো করে রওনা হন। 

AC/PM/SB…



(Release ID: 1953225) Visitor Counter : 70