তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ ও বক্তব্যের দু’খণ্ডের একটি সঙ্কলন আজ প্রকাশিত হল
‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ সঙ্কলন গ্রন্থটি প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর
Posted On:
26 AUG 2023 4:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ আগস্ট, ২০২৩
বিভিন্ন সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ ও বক্তব্যের দু’খণ্ডের একটি সঙ্কলন গ্রন্থ ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ আজ প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার তথা ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রীর এই ভাষণগুলি ২০২০-র জুন থেকে ২০২১-এর মে এবং ২০২১-এর জুন থেকে ২০২২-এর মে মাস পর্যন্ত সময়কালের। ভোপালের কুশাভাই ঠাকরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সঙ্কলন গ্রন্থটি প্রকাশিত হয়। ভাষণগুলি সঙ্কলনের দায়িত্ব পালন করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগ (পাবলিকেশন্স ডিভিশন)।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী অনুরাগ ঠাকুর বলেন যে প্রধানমন্ত্রীর এই ভাষণ ও বক্তব্যগুলি দেশবাসীর মনে অনুপ্রেরণা যুগিয়েছে কারণ, তাঁর প্রতিটি ভাষণেই রয়েছে এমন কিছু মূল্যবান বক্তব্য যা আমাদের শিক্ষার আলোকে আলোকিত করে। তাঁর সেই ভাষণ ও বক্তব্যগুলির মধ্য থেকে কতকগুলি বেছে নেওয়া ছিল নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের কাজ।
শ্রী ঠাকুর বলেন, সঙ্কলন গ্রন্থটির প্রথম খণ্ডে প্রধানমন্ত্রীর ৮৬টি ভাষণ স্থান পেয়েছে। অন্যদিকে, অন্য খণ্ডটিতে রয়েছে তাঁর ৮০টির মতো ভাষণ। ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’, সুপ্রশাসন, নারী ক্ষমতায়ন, জাতির শক্তি, ‘আত্মনির্ভর ভারত’, ‘জয় বিজ্ঞান, জয় কিষাণ’ সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচ্য সময়কালে প্রধানমন্ত্রী তাঁর মূল্যবান বক্তব্যগুলি জাতির কাছে তুলে ধরেছিলেন।
দেশের শিক্ষার্থী, গবেষক তথা যুব সমাজকে এই সঙ্কলন গ্রন্থ পাঠের আর্জি জানান শ্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফল উদ্যোগে চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডার সাফল্যের সঙ্গেই বিজয়ের স্বাক্ষর রেখেছে।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের সাফল্যের একটি সার্বিক চিত্র তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিশ্বের মোট ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ভারতের অবদান রয়েছে ৪৬ শতাংশের মতো। অতীতের তুলনায় নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যাও এখন ৪৫ কোটিরও বেশি। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রত্যক্ষ সুফল হস্তান্তর (ডিবিটি) কর্মসূচি চালু করা হয়েছে। তার মাধ্যমে প্রকৃত সুফল গ্রহীতাদের কাছেই সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে শ্রী ঠাকুর বলেন যে ভারতের তরুণ ও যুবকরা এখন আর কর্মপ্রত্যাশী নয়, বরং তাঁরা কর্মদাতার ভূমিকায় অবতীর্ণ। ভারতে এখন স্টার্ট-আপ-এর সংখ্যা ১ লক্ষ ছাপিয়ে গেছে।
প্রসঙ্গক্রমে, মধ্যপ্রদেশের অগ্রগতি ও সাফল্যের একটি চিত্রও এদিন তুলে ধরেন শ্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, এই রাজ্যটি এখন উন্নতির নিরিখে দেশের একটি অন্যতম উদ্যোগী রাজ্যে পরিণত হয়েছে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সহ আরও বিভিন্ন বিষয় তিনি স্পর্শ করে যান তাঁর এদিনের ভাষণে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ দেশের সাধারণ নাগরিকদের কন্ঠস্বরেরই প্রতিধ্বনি। নিঃসন্দেহে এটি একটি অভিনব উদ্যোগ যার মাধ্যমে দেশবাসীর মধ্যে সঞ্চারিত হচ্ছে প্রধানমন্ত্রীর উৎসাহ-উদ্দীপনার বাণী ও আদর্শ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী বিক্রম সহায়। প্রধানমন্ত্রীর এই সঙ্কলন গ্রন্থটির ওপর একটি স্বল্পদৈর্ঘ্যের চিত্রও প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে। এই উপলক্ষে ‘নতুন ভারত : সশক্ত ভারত’ নামে একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করেন শ্রী অনুরাগ ঠাকুর।
AC/SKD/DM/
(Release ID: 1952592)
Visitor Counter : 133