ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

লালকেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত খাদি শিল্পী সহ ১৮টি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কারিগররা

সরকারের এই আমন্ত্রণে তাঁরা ইতিবাচক সাড়াও দিয়েছেন কয়েকটি ট্যুইট বার্তার মাধ্যমে

Posted On: 13 AUG 2023 1:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ আগস্ট, ২০২৩

 

এ বছর দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্তটি প্রত্যক্ষ করার সুযোগ পাবেন দেশের বিভিন্ন অংশ থেকে আমন্ত্রিত প্রায় ১,৮০০ প্রতিনিধি। ঐদিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর তিনি ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেবেন দেশবাসীর উদ্দেশে। 

এই দিনটি বিশেষভাবে স্মরণীয় করে তুলতে কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও অণুশিল্প মন্ত্রক দেশের ৫০ জন খাদি শিল্পী এবং ১৮টি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ৬২ জন কারিগরকে লালকেল্লায় সস্ত্রীক উপস্থিত থেকে এদিনের অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের পর তাঁরা কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও অণুশিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে-র বাসভবনে গিয়ে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতি গঠনের কাজে শিল্পী ও কারিগরদের অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য কেন্দ্রীয় সরকার এইভাবেই আমন্ত্রণলিপি পাঠিয়ে শিল্পী ও কারিগরদের উদ্দেশে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

আমন্ত্রিত শিল্পী ও কারিগরদের পক্ষ থেকে বেশ কয়েকজন সরকারের আমন্ত্রণে ইতিবাচক সাড়াও দিয়েছেন। তাঁরা তাঁদের খুশির কথা ব্যক্ত করেছেন ট্যুইট বার্তার মাধ্যমে।

AC/SKD/DM/


(Release ID: 1948386) Visitor Counter : 106