প্রধানমন্ত্রীরদপ্তর

দিল্লির ভারত মণ্ডপমে ২৯ জুলাই অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিএম শ্রী প্রকল্প তহবিলের প্রথম কিস্তির টাকা দেবেন প্রধানমন্ত্রী

Posted On: 28 JUL 2023 6:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুলাই , ২০২৩


দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে ২৯ জুলাই সকাল ১০টায়  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করবেন। একই দিনে জাতীয় শিক্ষা নীতি ২০২০-র তিন বছর পূর্ণ হচ্ছে।
অনুষ্ঠানে পিএম শ্রী প্রকল্প তহবিলের প্রথম কিস্তির টাকা দেবেন প্রধানমন্ত্রী। জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী এই স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের এমনভাবে শিক্ষাদান করা হবে, যাতে তারা আগামীদিনে  একজন নাগরিক হিসেবে দেশ গঠনে ফলপ্রসূ ভূমিকা নিতে পারে। ১২টি ভারতীয় ভাষায় প্রকাশিত শিক্ষা এবং দক্ষতা সংক্রান্ত পাঠ্য বইয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  
প্রধানমন্ত্রীর ভাবনা অনুযায়ী দেশের তরুণ প্রজন্মকে অমৃতকাল -এর উপযোগী করে তুলতে ২০২০ সালে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছিল। এর লক্ষ ছিল, মানবিক মুল্যবোধ সহ তাঁদের  ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত করে তোলা। গত তিন বছরে এই শিক্ষানীতি বিদ্যালয়, উচ্চশিক্ষা এবং দক্ষতা শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ২৯ ও ৩০ জুলাই, দুদিনের এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, শিল্পমহলের প্রতিনিধি, স্কুল, উচ্চশিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণে যুক্ত বিভিন্ন সংস্থার শিক্ষক ও পড়ুয়া। জাতীয় শিক্ষা নীতির বিভিন্ন দিক ও সাফল্য নিয়ে তাঁরা মত বিনিময় করবেন এবং আগামীদিনে এই শিক্ষা নীতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সম্পর্কে প্রয়োজনীয় কৌশল তৈরি করবেন।
অখিল ভারতীয় শিক্ষা সমাগমে থাকছে ১৬টি পর্ব। উন্নতমানের শিক্ষা ও প্রশাসন, অনগ্রসর শ্রেণীর অংশের আর্থ-সামাজিক প্রতিকূলতা,  শিক্ষার  আন্তর্জাতিকীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।   

AC / MP /AG 



(Release ID: 1947470) Visitor Counter : 94