রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

১৬ অগাস্ট থেকে জনগণের জন্য খুলে দেওয়া হবে অমৃত উদ্যান

৫ সেপ্টেম্বর শিক্ষকদের জন্য প্রবেশ সংরক্ষিত থাকবে

Posted On: 03 AUG 2023 3:17PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৩ 


উদ্যান উৎসব ২ – এর আওতায় অমৃত উদ্যান ১৬ অগাস্ট, ২০২৩ তারিখ থেকে (সোমবার ব্যতীত) জনগণের জন্য খুলে দেওয়া হবে। সাধারণ মানুষ এক মাস এই উদ্যানে প্রবেশ করতে পারবেন। শিক্ষক দিবস উপলক্ষে ৫ সেপ্টেম্বর অমৃত উদ্যানে প্রবেশ করতে পারবেন কেবলমাত্র শিক্ষকরাই। 
উদ্যান উৎসব ২ – এর লক্ষ্য দর্শনার্থীদের সামনে গ্রীষ্মকালীন ফুলের বাহার তুলে ধরা। দর্শনার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বাগান ঘুরে দেখতে পারবেন (প্রবেশের শেষ সময় বিকেল ৪টে)। নর্থ এভিনিউ – এর কাছে রাষ্ট্রপতি ভবনের ৩৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। ৭ অগাস্ট, ২০২৩ তারিখ থেকে রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট  https://visit.rashtrapatibhavan.gov.in থেকে অনলাইনে টিকিট বুক করা যাবে। এছাড়াও, ৩৫ নম্বর গেটের কাছে কিয়স্ক থেকে দর্শনার্থীরা নিজেরাই তাঁদের টিকিট সংগ্রহ করতে পারবেন। অমৃত উদ্যানে বিনামূল্যে প্রবেশ করা যাবে। 
অমৃত উদ্যান, উদ্যান উৎসব ১ – এর সময় ২৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। এই সময় প্রায় ১০ লক্ষ মানুষ এই উদ্যান ঘুরে দেখেন। 
অমৃত উদ্যানের পাশাপাশি দর্শনার্থীরা অনলাইনে নির্দিষ্ট সময় স্থির করে রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালাও ঘুরে দেখতে পারবেন। https://visit.rashtrapatibhavan.gov.in – এই ওয়েবসাইট থেকে সংগ্রহশালার টিকিট পাওয়া যাবে। সরকারি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী উদ্যান উৎসব ২ চলাকালীন বিনামূল্যে এই সংগ্রহশালা ঘুরে দেখতে পারবে। 

CG/PM/SB


(Release ID: 1945444) Visitor Counter : 111