নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নারী ক্ষমতায়ন নিয়ে গুজরাতের গান্ধীনগরে ২-৪ অগাস্ট, ২০২৩-এ জি-২০ মন্ত্রিস্তরীয় সম্মেলন

प्रविष्टि तिथि: 01 AUG 2023 10:37AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১ অগাস্ট, ২০২৩

ভারতের জি-২০ সভাপতিত্বে নারীর ক্ষমতায়ন নিয়ে গুজরাতের গান্ধীনগরে ২ থেকে ৪ অগাস্ট মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।

গান্ধীনগর হল এমন একটি শহর, যেখানে শতাব্দী প্রাচীন স্থাপত্যের সঙ্গে আধুনিকতা ও সাংস্কৃতিক প্রাচুর্যতার মেলবন্ধন দেখা যায়। গুজরাতের সবরমতী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই শহর ঐতিহাসিক পরম্পরা, শিল্পকর্ম, হস্তশিল্প, শিল্পকলা, উৎসব, বড় বড় মন্দির এবং সংগ্রহালয়ের জন্য পরিচিত। এক উন্নত সভ্যতার ধারক-বাহক হল এই শহর।
 

নারীর ক্ষমতায়ন সংক্রান্ত মন্ত্রিপর্যায়ের এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন এবং অতিমারী থেকে মুক্তির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। লিঙ্গ বৈষম্য দূর করে নারীর নেতৃত্বে উন্নয়নের গতি কীভাবে ত্বরান্বিত করা যায়, সেই সম্পর্কে আলোচনা এই সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।


জি-২০ সদস্য দেশগুলির বিভিন্ন প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্ব, আমন্ত্রিত দেশসমূহ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ১৫০ জনের বেশি প্রতিনিধি তিন দিনের এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মন্ত্রিস্তরীয় সম্মেলনে ভিডিওর মাধ্যমে ভাষণ দেবেন।

 সম্মেলনের আলোচনায় যে সব বিষয় অগ্রাধিকার পাবে, তার মধ্যে রয়েছে - নারীর ক্ষমতায়ন; নারীর শিল্পোদ্যোগ; তৃণমূল সহ সমস্ত স্তরে নারীকে নেতৃত্বের আসনে তুলে আনা; নারীকে ডিজিটাল দক্ষ করে তোলা।

সম্মেলনের ফাঁকে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের সহায়তায় এশিয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি), রাষ্ট্রসংঘ মহিলা এবং এনআইপিসিসিডি-র উদ্যোগে আয়োজিত এক সভায় লিঙ্গ বৈষম্য দূরীকরণে নীতি নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

২ ও ৩ অগাস্ট নারী ও শিশু বিকাশ মন্ত্রকের উদ্যোগে ‘ইন্ডিয়া@75: নারীর অবদান’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে মহিলাদের তৈরি হস্তশিল্প, পুষ্টি ও খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও অর্থনীতি প্রভৃতি তুলে ধরা হবে।

সম্মেলন উপলক্ষে গান, নাচ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ভারতের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। বাল ভবন-এর শিশুরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। এছাড়া আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপন উপলক্ষে থাকছে স্থানীয় খাবারের ব্যবস্থাও।

গুজরাটের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটাতে প্রতিনিধিদের জন্য বিভিন্ন স্থান ভ্রমণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

নারীর উন্নয়ন থেকে নারীর নেতৃত্বে উন্নয়ন, এই মন্ত্রকে সামনে রেখে ভারত এক উল্লেখযোগ্য পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। মহিলাদের অগ্রগতির পথে সমস্ত বাধাবিপত্তি দূরীকরণ এবং লিঙ্গ কখনও সম্ভাবনার পথ রুদ্ধ করতে পারে না, নারীর ক্ষমতায়ন সংক্রান্ত জি-২০ মন্ত্রিপর্যায়ের বৈঠকে এই দুটি বার্তাই বিশেষ গুরুত্ব পাবে।  


CG/MP/AS/ 1 August, 2023... (388)


(रिलीज़ आईडी: 1944567) आगंतुक पटल : 442
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu