খনিমন্ত্রক
নতুন দিল্লিতে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার ২০২২ প্রদান করবেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
21 JUL 2023 11:56AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুলাই, ২০২৩
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী ২৪ জুলাই, ২০২৩ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে ২০২২ সালের জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কয়লা ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী এবং কেন্দ্রীয় কয়লা ও রেল দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রাওসাহেব পাতিল দানভে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রক প্রতি বছর তিনটি বিভাগে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার দিয়ে থাকে। এগুলি হল –
১) সারা জীবনের কাজের স্বীকৃতিতে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার,
২) জাতীয় তরুণ ভূবিজ্ঞানী পুরস্কার,
৩) ভূবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার।
১৯৬৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ভূবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অসাধারণ উৎকর্ষ, নিষ্ঠা ও উদ্ভাবনের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়।
খনিজ সম্পদের আবিষ্কার ও নিষ্কাশন, মৌলিক ভূবিজ্ঞান, প্রায়োগিক ভূবিজ্ঞান, মানুষের উপকারে খনিজ সম্পদের ব্যবহার এবং সুস্থিত খনিজ উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
২০২২ সালে বিভিন্ন বিভাগে মোট ১৬৮টি মনোনয়ন জমা পড়েছিল। ত্রিস্তরীয় বাছাই পদ্ধতির মধ্য দিয়ে বিজয়ীদের চূড়ান্ত করা হয়েছে। মোট ১০টি পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জীবনকৃতি পুরস্কার, একটি তরুণ প্রতিভা পুরস্কার এবং ৮টি অন্য পুরস্কার রয়েছে। মোট ২২ জন ভূবিজ্ঞানী এই পুরস্কারগুলি পাচ্ছেন।
সারা জীবনের অবদানের জন্য জাতীয় ভূবিজ্ঞান পুরস্কারে ভূষিত করা হচ্ছে ডঃ ওম নারাইন ভার্গবকে। গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি হিমালয় অঞ্চলে ভূবিজ্ঞানের ক্ষেত্রে পথিকৃতের কাজ করে চলেছেন। তরুণ ভূবিজ্ঞানী জাতীয় পুরস্কার পাচ্ছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ অমিয় কুমায় সামাল। তিনি ভারতীয় ঢালের বিভিন্ন ক্রেটনের নীচে উপমহাদেশীয় লিথসফেরিক ম্যান্টলের বিভিন্নতা বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
অনুষ্ঠানে বহু বিশিষ্ট ভূবৈজ্ঞানিক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও শিল্পমহলের কর্তাব্যক্তি উপস্থিত থাকবেন।
CG/SD/SKD/
(रिलीज़ आईडी: 1941415)
आगंतुक पटल : 166