প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছল আইএনএস সহ্যাদ্রি এবং আইএনএস কলকাতা

प्रविष्टि तिथि: 18 JUL 2023 12:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০২৩ 

১৭ জুলাই, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছল দক্ষিণ-পূর্ব আইওআর-এ নিযুক্ত ভারতীয় নৌ-বাহিনীর দুটি প্রথম সারির জাহাজ আইএনএস সহ্যাদ্রি এবং আইএনএস কলকাতা। ইন্দোনেশিয়ার নৌ-বাহিনীর পক্ষ থেকে জাহাজ দুটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 


দুই নৌ-বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া মজবুত করার লক্ষ্যে ভারত ও ইন্দোনেশিয়ার নৌ সেনা পেশাগত মতবিনিময়, যৌথ যোগ শিবির, ক্রীড়া সূচি এবং পারস্পরিক সফর নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। 

কিছু নির্ধারিত কাজকর্ম সম্পন্ন করার পর এই জাহাজ দুটি সমুদ্রে ইন্দোনেশীয় নৌ-সেনার সঙ্গে এক যৌথ মহড়ায় অংশ নেবে। 
আইএনএস সহ্যাদ্রি হ’ল দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রোজেক্ট-১৭ শ্রেণীর যুদ্ধ জাহাজ এবং আইএনএস কলকাতা হ’ল দেশীয় নকশায় তৈরি গোপন হানায় পারদর্শী প্রোজেক্ট-১৫এ শ্রেণীর যুদ্ধ জাহাজ। দুটি জাহাজই তৈরি করেছে মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। 

CG/MP/SB


(रिलीज़ आईडी: 1940674) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu