কয়লামন্ত্রক

তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য কয়লার পর্যাপ্ত জোগান রয়েছে: কয়লা মন্ত্রক

Posted On: 18 JUL 2023 3:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০২৩ 

 

কয়লা মন্ত্রক জানিয়েছে, দেশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য কয়লার পর্যাপ্ত জোগান রয়েছে। ২০২৩ – এর ১৬ জুলাই পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৩৩.৪৬ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে, যা গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। কয়লা খনি, ট্রানজিট স্টক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে মোট ১০৩ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে, যা গত বছরের ৭৬.৮৫ মিলিয়ন টনের তুলনায় ৩৪ শতাংশ বেশি। 

কয়লা মন্ত্রক আরও জানিয়েছে, এ বছরের জুলাই মাসে কয়লার উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। ঘটনা হ’ল, বৃষ্টির কারণে কয়লার উৎপাদন খুব সামান্যই ব্যাহত হয়েছে। বর্ষার মরশুমের জন্য  খনি অনুযায়ী কয়লা সংস্থাগুলির আগাম পরিকল্পনার কারণে এটি সম্ভব হয়েছে। বড় খনিগুলিতে কয়লা সংস্থাগুলি সিমেন্টের রাস্তা তৈরি করায় খননের কাজ মসৃণভাবে করা সম্ভব হয়েছে। যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ৯টি কয়লা খনি থেকে রেল সাইডিং – এ কয়লা পাঠানো শুরু হয়েছে। কয়লা সংস্থাগুলির পরিকল্পনার ফলে ২০২৩ সালের পয়লা এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত ২৫৮.৫৭ মিলিয়ন টন কয়লা উৎপাদিত হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ২৩৬.৬৯ মিলিয়ন টন। 


সেইসঙ্গে, বিদ্যুৎ উৎপাদনের জন্য ২৩৩ মিলিয়ন টন কয়লা পাঠানো হয়েছে, যা গত বছর ছিল ২২৪ মিলিয়ন টন। পর্যাপ্ত জোগানের ফলে কয়লা সংস্থাগুলি এই পর্বে অন্যান্য ক্ষেত্রেও বিপুল পরিমাণ কয়লা সরবরাহ করেছে। এখানে বলা যেতে পারে, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে এ বছর ২.০৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, যেখানে কয়লার উৎপাদন বেড়েছে ৯ শতাংশেরও বেশি। 
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার জোগানের জন্য রেল মন্ত্রক পর্যাপ্ত সংখ্যক রেকের ব্যবস্থা করেছে। দেশের সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার জোগান সুনিশ্চিত করতে কয়লা, রেল ও বিদ্যুৎ মন্ত্রক সমন্বয় রেখে কাজ করে চলেছে। 


কয়লা মন্ত্রক আরও জানিয়েছে, কয়লা জোগানে ঘাটতির কারণে কোনও বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ হয়নি। যে সব কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে, তার পিছনে অন্য কারণ রয়েছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

CG/MP/SB



(Release ID: 1940642) Visitor Counter : 100