প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বাস্তিল দিবসের কুচকাওজে সম্মানীয় অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Posted On: 14 JUL 2023 5:58PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৪ জুলাই, ২০২৩

 

ফরাসী রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ১৪ই জুলাই শাম্প-এলিজেতে বাস্তিল দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্মানীয় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের রজত জয়ন্তী উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার ২৪১ জন সদস্য এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। একটি মিলিটারি ব্যান্ড তাদের সঙ্গে যোগ দেয়। ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের নেতৃত্বে সদস্যরা কুচকাওয়াজে যোগ দেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজপুতানা রাইফেলসের সদস্যরাও।  

ভারতীয় বিমান বাহিনীর হাসিমারার ১০১ স্কোয়াড্রেনের রাফায়েল যুদ্ধবিমানও কুচকাওয়াজে অংশ নেয়। 

১৭৮৯ সালের ১৪ই জুলাই ফরাসী বিপ্লব চলাকালীন বাস্তিল জেলখানা থেকে বিপ্লবীদের উদ্ধার করার দিনটিকে বাস্তিল দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় এবং ফরাসী সংবিধানের গণতান্ত্রিক মূল্যবোধের মূল বক্তব্য অভিন্ন - স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী।  

 
CG/CB/AS/ 


(Release ID: 1939876) Visitor Counter : 114