প্রতিরক্ষামন্ত্রক

বন্যাকবলিত রাজ্যগুলিতে ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে বায়ুসেনা

Posted On: 14 JUL 2023 1:45PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪ জুলাই, ২০২৩

১. বন্যাদুর্গত হিমাচলপ্রদেশ ও পাঞ্জাবে ত্রাণ ও উদ্ধার এবং মানবিক সহায়তা প্রদানের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে বায়ুসেনা। গত ৪৮ ঘণ্টায় ৪০টি অভিযান চালিয়ে ১২৬ জন দুর্গতকে উদ্ধার করা হয়েছে, বিতরণ করা হয়েছে ১৭ টন ত্রাণ সামগ্রী।

২. গত ২৪ ঘণ্টায় হরিয়ানার বন্যা কবলিত এলাকাগুলিতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। নিহারা, আলাউদ্দিন মাজরা, বিশানগড়, সেগতা, ভুন্নি, মুমনি, সেগতি, জানসুই-এর মতো এলাকাগুলিতে এম১৭ হেলিকপ্টারের সাহায্যে খাদ্য সামগ্রী, ত্রিপল ও জলের বোতল সরবরাহ করা হয়েছে।

৩. প্রয়োজন অনুসারে অভিযান চালানোর জন্য এম১৭ ও চিনুক হেলিকপ্টার এবং এএন৩২ ও সি১৩০ পণ্যবাহী বিমান প্রস্তুত রাখা হয়েছে।

CG/SD/NS….        14.07.23... 130



(Release ID: 1939530) Visitor Counter : 108