রাষ্ট্রপতিরসচিবালয়

গোয়ালিয়রের এবিভি-আইআইটিএম-এর চতুর্থ সমাবর্তনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

Posted On: 13 JUL 2023 5:12PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৩ জুলাই, ২০২৩

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ (জুলাই ১৩, ২০২৩) গোয়ালিয়রের অটল বিহারী বাজপেয়ী- ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (এবিভি-আইআইটিএম)-এর চতুর্থ সমাবর্তনে ভাষণ দেন। ওই প্রতিষ্ঠানে ৫০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাসের শিলান্যাসও করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বিকাশের যাত্রায় যাঁরা পিছিয়ে রয়েছেন, সমাজের সেই অংশের কল্যাণে নবীন প্রজন্ম যত্নবান হবে এটাই প্রত্যাশিত। আদিবাসী গোষ্ঠীভুক্ত মানুষ, মহিলা এবং সমাজের দুর্বলতর বর্গের কল্যাণে সরকরর একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন। তবে এক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের, বিশেষত যুবাদের, সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে তিনি মনে করিয়ে দেন।

এই প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা ও গবেষণার একটি বড় কেন্দ্র হয়ে উঠছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।  আমাদের প্রতিষ্ঠানসমূহ, শিক্ষার্থী সমাজ এবং শিল্প মহল একযোগে কাজ করে ভারতকে বিশ্বের বৃহত্তম প্রযুক্তিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বলে তিনি প্রত্যয়ী।

 

CG/AC/NS….        13.07.23... 170



(Release ID: 1939389) Visitor Counter : 83