স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তরাখণ্ডের দেরাদুনে ১৪ জুলাই, ২০২৩-এ স্বাস্থ্য চিন্তন শিবিরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 12 JUL 2023 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২৩

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া ১৪ জুলাই, ২০২৩-এ উত্তরাখণ্ডের দেরাদুনে স্বাস্থ্য চিন্তন শিবিরের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে দুদিনের এই চিন্তন শিবিরের আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রীয় পরিষদ। এতে যোগ দেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার এবং অধ্যাপক এস পি সিং বাঘেল। এছাড়া বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রী এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই চিন্তন শিবিরে ভারতের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। চারটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রসমূহ, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিকাঠামো মিশন সহ আয়ুষ্মান ভারতের নানা দিক নিয়ে এই শিবিরে আলোচনা হবে।

সেইসঙ্গে জাতীয় যক্ষা দূরীকরণ কর্মসূচি, হাম - রুবেলা নির্মূলকরণ নিয়ে আলোচনা হবে। এছাড়া দেশে ডাক্তারি, নার্সিং এবং এর সহযোগী স্বাস্থ্যশিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং নতুন নতুন সম্ভাবনার দিক নিয়ে এই চিন্তন শিবিরে মতবিনিময় করা হবে।

CG/ MP /SKD/ ReleaseID: 1938881/ 12 July, 2023/ W- 225


(Release ID: 1939008) Visitor Counter : 125