পরমাণুশক্তিদপ্তর

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াডে পদক তালিকার শীর্ষে ভারত

Posted On: 11 JUL 2023 1:50PM by PIB Kolkata

                                                                                                                                                                                          মুম্বাই, ১১ জুলাই, ২০২৩
 
সংযুক্ত আরব আমিরশাহীর আল আইন-এ অনুষ্ঠিত হচ্ছে ২০২৩-এর আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড। ৩৪তম এই অলিম্পিয়াডে্র আজই শেষ দিন। এবারের অলিম্পিয়াডে পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত। ভারতের চার অংশগ্রহণকারীই স্বর্ণ পদক লাভ করেছেন।

আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াডে যাঁরা অংশ নিয়েছেন :

কর্ণাটকের বেঙ্গালুরুর ধ্রুব আদবানী

রাজস্থানের কোটার ঈশান পেড়নেকর

মহারাষ্ট্রের জালনা-র মেঘ ছাবড়া

ছত্তিশগড়ের রিশালির রোহিত পান্ডা

অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র প্রফেসর মদন এম চতুর্বেদী, টিআইএফআর-এর এইচবিসিএসই শাখার ডঃ অনুপমা রোনাড, দুই বৈজ্ঞানিক পর্যবেক্ষক ডঃ ভি ভি বিনয় (বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ) এবং ডঃ রামবাদুর সুবেধি (মুম্বাইয়ের এনআইআরআরএইচ)।

এবারের অলিম্পিয়াডে ৭৬টি দেশের ২৯৩ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। ভারত ছাড়া সিঙ্গাপুর হল একমাত্র দেশ যাদের চারজন প্রতিযোগী স্বর্ণ পদক পেয়েছেন। এই অলিম্পিয়াডে মোট ২৯টি সোনা দেওয়া হয়েছে।

ভারত এর আগে জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞানে (২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৫ এবং ২০২১), পদার্থবিদ্যায় (২০১৮) এবং জুনিয়র সায়েন্স (২০১৪, ২০১৯, ২০২১ এবং ২০২২)-এ পদক তালিকার শীর্ষে ছিল।

CG/CB/DM/



(Release ID: 1938714) Visitor Counter : 88