অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

মানব-বিহীন বিমান ব্যবস্থা এবং উদ্ভাবনী বিমান চলাচল নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বিমান পরিবহণ নিরাপত্তা এজেন্সির সঙ্গে অসামরিক বিমান পরিবহণ নির্দেশনালয়ের সমঝোতাপত্র স্বাক্ষর


ভারতে মানব-বিহীন বিমান পরিবহণ ক্ষেত্রের সুসমন্বিত মান নির্ধারণ ও দ্রুত বিকাশের পথ প্রশস্ত করতে এই সমঝোতাপত্র সহায়ক হবে

Posted On: 05 JUL 2023 3:37PM by PIB Kolkata

                                                                                                                                                                                         নয়াদিল্লি, ৫ জুলাই, ২০২৩
 
মানব-বিহীন বিমান পরিবহণ ব্যবস্থা ও উদ্ভাবনী বিমান চলাচলের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারতের অসামরিক বিমান পরিবহণ নির্দেশনালয়, ইউরোপীয় ইউনিয়নের বিমান পরিবহণ নিরাপত্তা এজেন্সির সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর ফলে এই দুটি ক্ষেত্রে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা দৃঢ়তর হবে।

এই সমঝোতার আওতায় অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়ন বিমান পরিবহণ নিরাপত্তা এজেন্সি অভিন্ন শংসাপত্র ও পরিবেশগত মান নির্ধারণে সহযোগিতা করবে। এছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের লাইসেন্স প্রদান, প্রশিক্ষণ, বিমান পরিবহণ ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও উভয় কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা নিবিড় হবে। মানব-বিহীন বিমান চলাচল ব্যবস্থাপনা ও পরিষেবার মান নির্ধারণেও দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

দুই কর্তৃপক্ষ প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার বিষয়ে নিয়মিত তথ্য বিনিময় করবে। দু’পক্ষের যৌথ ব্যবস্থাপনায় সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।

এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে ভারতের মানব-বিহীন বিমান চলাচল ক্ষেত্রের সুসমন্বিত মান প্রতিষ্ঠা এবং দ্রুত বিকাশ সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের ২০ এপ্রিল নতুন দিল্লিতে আয়োজিত ইউরোপীয় ইউনিয়ন-ভারত বিমান পরিবহণ শীর্ষ সম্মেলনে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, ইউরোপীয় ইউনিয়ন বিমান পরিবহণ নিরাপত্তা এজেন্সির সঙ্গে এ বিষয়ে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছিল।


CG/SD/DM/



(Release ID: 1937656) Visitor Counter : 100