ইস্পাতমন্ত্রক
প্রথম ত্রৈমাসিকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন ও বিক্রি সর্বোচ্চ
Posted On:
05 JUL 2023 9:10AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ জুলাই, ২০২৩
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেইল) ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে রেকর্ড সাফল্য লাভ করেছে। প্রথম ত্রৈমাসিকে ৫.০৩৭ মিলিয়ন টন হট মেটাল, ৪.৬৬৭ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত এবং ৪.৪০৫ মিলিয়ন টন বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদন করেছে। এই পরিসংখ্যান আগের তুলনায় যথাক্রমে ৭ শতাংশ, ৮ শতাংশ এবং ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেইল – এর ২০২৩-২৪ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে বিক্রির পরিমাণ ৩.৯ মিলিয়ন টন দাঁড়িয়েছে, যা সর্বকালীন সেরা। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং গ্রাহকের চাহিদা পূরণের ক্ষেত্রে নিরন্তর নজর দেওয়ার ফলেই সেইল – এর এই রেকর্ড সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
CG/SS/SB……05_JULY_2023...…(136)…..(1937403)
(Release ID: 1937493)
Visitor Counter : 130