প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌ-বাহিনীর দেশজ প্রযুক্তি প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনাচক্র : শিল্পের সুযোগ
Posted On:
26 JUN 2023 1:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৩
২৬ জুন, ২০২৩-এ ফিকি ফেডারেশন হাউজে হরিশঙ্কর সিঙ্ঘানিয়া কমিশন অডিটোরিয়ামে ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র সহযোগিতায় এবং ভারতীয় নৌ-বাহিনীর উদ্যোগে আয়োজিত হল ‘ভারতীয় নৌ-বাহিনীর দেশজ প্রযুক্তির প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনাচক্র : শিল্পের সুযোগ’।
চিফ অফ মেটিরিয়াল ভিএডিএম সন্দীপ নৈথানি সম্মেলনের প্রধান অতিথি ছিলেন এবং মূল ভাষণটি দেন।
সম্মেলনে শিল্প, এমএসএমই, স্টার্ট-আপগুলি ভারতীয় নৌ-বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলোচনা করার একটি সুযোগ পেল। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারতীয় নৌ-বাহিনীর দেশজ প্রযুক্তি সংক্রান্ত পরিকল্পনা এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার একটি মঞ্চ পেল সংশ্লিষ্ট সব পক্ষ।
ভারতীয় নৌ-বাহিনী এবং শিল্প, এমএসএমই, স্টার্ট-আপদের মধ্যে সরাসরি আলোচনা হল এবং নৌ-বাহিনীর কি প্রয়োজন সেই বিষয়টিও উঠে এল আলোচনায়। পরবর্তী আলোচনাটি হবে গোলটেবিল স্তরে।
ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ দর্শনের সঙ্গে সাযুজ্য রেখেই দেশজকরণের প্রসারে এই সম্মেলন।
১০০-রও বেশি শিল্প, এমএসএমই ও স্টার্ট-আপ যোগ দেয় এই সম্মেলনে।
CG/AP/DM/
(Release ID: 1935390)
Visitor Counter : 125