ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        ২০২২-২৩ খরিফ বিপণন মরশুমে ধান সংগ্রহের হার সন্তোষজনক; ১৯ জুন পর্যন্ত ৮৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                21 JUN 2023 11:55AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                                                                                                                                                                             নয়াদিল্লি, ২১ জুন, ২০২৩
 
২০২২-২৩ খরিফ বিপণন মরশুমে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সন্তোষজনক হারে ধান সংগ্রহ হচ্ছে। ১৯ জুন পর্যন্ত প্রাপ্ত হিসেবে ৮৩০ লক্ষ মেট্রিক টন ধান ইতোমধ্যেই কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সংগ্রহ করা হয়েছে। এর ফলে, ১ কোটি ২২ লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছেন। তাঁদের অ্যাকাউণ্টে ১,৭১,০০০ কোটি টাকা সরাসরি পাঠানো হয়েছে।
ধান সংগ্রহের পুরো প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে হয় তার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সংগ্রহ করা ৮৩০ লক্ষ মেট্রিক টন ধানের থেকে ৪০১ লক্ষ মেট্রিক টন ধান কেন্দ্রের বিভিন্ন গুদামে পাঠানো হয়েছে।
রবি বিপণন মরশুমে গম সংগ্রহও সন্তোষজনক হারে এগিয়ে চলেছে। ১৯ জুন পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী ২৬২ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ হয়েছে। গত বছর মোট সংগ্রহের থেকে যা ৭৪ লক্ষ মেট্রিক টন বেশি। পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও হরিয়ানার মতো রাজ্য থেকে সবচেয়ে বেশি গম সংগ্রহ হয়েছে। ইতোমধ্যে ২১ লক্ষ ২৯ হাজার কৃষক ন্যূনতম সহায়ক মূল্যে সরকারের কাছে গম বিক্রি করেছেন। তাঁরা তাঁদের অ্যাকাউন্টে ইতোমধ্যেই প্রাপ্য টাকা পেয়েছেন। এ বছর গম সংগ্রহ বাবদ ২,২৬,৮২৯ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ২,০৫,৮৯৬ কোটি টাকা। গম এবং ধান সংগ্রহ করার ফলে সরকারের সংগ্রহে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। ইতোমধ্যেই ৫৭০ লক্ষ মেট্রিক টন ধান ও গম সংগ্রহ করা হয়েছে।
CG/CB/DM/…..21st  June, 2023
                
                
                
                
                
                (Release ID: 1934093)
                Visitor Counter : 168