প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মার্কিন গায়িকা এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী শ্রীমতী ফাল্গুনী শাহ-এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 21 JUN 2023 9:10AM by PIB Kolkata

                                                                                                                                                             নয়াদিল্লি, ২১ জুন, ২০২৩
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয়-মার্কিন গায়িকা, গীতিকার এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী শ্রীমতী ফাল্গুনী শাহ-র সঙ্গে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী, শ্রীমতী শাহ-এর গান ‘অ্যাবান্ডান্স ইন মিলেট’-এর প্রশংসা করেছেন। এর মাধ্যমে জোয়ার, বাজরা ও রাগির মতো দানাশস্যের স্বাস্থ্যকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও, এই শস্যগুলির পরিবেশ-বান্ধব দিকটিও গানে স্থান পেয়েছে।  সঙ্গীতের মাধ্যমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসায় প্রধানমন্ত্রী শ্রীমতী শাহ-এর প্রশংসা করেছেন।

CG/CB/DM/…..21st  June, 2023


(Release ID: 1933961) Visitor Counter : 107