প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত যে ভাবে জোড়া সীমান্ত হুমকি এবং নতুন মাত্রায় যুদ্ধের মুখোমুখী হচ্ছে তাতে আত্মনির্ভরতা প্রয়োজন, : লক্ষ্ণৌতে প্রতিরক্ষা মন্ত্রীর ভাষণ

Posted On: 17 JUN 2023 12:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৩

আত্মনির্ভরতার কোনও বিকল্প নেই, বরং এই আত্মনির্ভরতার প্রয়োজন। কারণ, ভারত জোড়া সীমান্ত  হুমকির মুখোমুখী । পরিবর্তনশীল বিশ্বে ভারত নতুন মাত্রায় যুদ্ধের সম্মুখীন। উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে একটি সংবাদ সংস্থা এবং স্ট্রাইভ থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত ‘আত্মনির্ভর ভারত’ শীর্ষক আলোচনায় একথা জানান প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, একটি দৃঢ় এবং আত্মনির্ভরশীল সেনাবাহিনী সার্বভৌম জাতির মেরুদন্ড। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সভ্যতা ও সংস্কৃতির রক্ষাকর্তা হ’ল এই সেনাবাহিনী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সশস্ত্র বাহিনীতে বিদেশ থেকে  অস্ত্র ও সরঞ্জাম আমদানির উপর নির্ভরশীলতা কমিয়েছে। জোর দিয়েছে আত্মনির্ভরতার উপর। শ্রী সিং বলেন, যুদ্ধের ধরণ ক্রমশই পালটে যাচ্ছে। এদিকে লক্ষ্য রেখে প্রযুক্তি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। দেশীয় অত্যাধুনিক অস্ত্র তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এতে যে কোনও ধরণের উদ্ভুত সমস্যা মোকাবিলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দেশের সেনাবাহিনীর সাহসিকতার মতোই গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বে একটি সামরিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসতে চায়। তাই, প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা অবলম্বন করা ছাড়া আর কোনও বিকল্প নেই বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী।
শ্রী সিং বলেন, আত্মনির্ভর হওয়ার বেশ কিছু সুবিধাও রয়েছে। এতে আমদানি ক্ষেত্রে খরচ হ্রাস পায়। প্রতিরক্ষা ইকো ব্যবস্থাপনা তৈরিতে সরকারের গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী। উত্তর প্রদেশ ও তামিলনাডুতে প্রতিরক্ষা শিল্প করিডর তৈরি করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, উত্তর প্রদেশে প্রতিরক্ষা শিল্প করিডর গড়ে তোলার জন্য এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়েছে। মিশন মোডে এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ পর্যন্ত এই শিল্প করিডর ক্ষেত্রে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিগত কয়েক বছরে সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ ক্রমশ বাড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান যে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করে চলেছেন, তা লক্ষ্য অর্জনে সকলকে এগিয়ে আসতে হবে। আত্মনির্ভরতার পথেই এই লক্ষ্য পূরণ সম্ভব হবে জানান তিনি।

CG/SS/SB……20_MAY_2023...…


(Release ID: 1933366) Visitor Counter : 106