সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
স্বল্পমেয়াদী ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থান মেরামতির উদ্যোগ জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের
प्रविष्टि तिथि:
16 JUN 2023 3:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৩
সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বল্পমেয়াদী ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থানের মেরামতির উদ্যোগ নিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। এই উদ্যোগে দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ প্রধান বা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সঙ্গে পরামর্শ করে রাস্তা মেরামতির জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ বরাদ্দের ক্ষমতা দেওয়া হয়েছে এনএইচএআই – এর প্রকল্প অধিকর্তাদের। ১০ লক্ষ টাকার বেশি এবং ২৫ লক্ষ টাকার কম অর্থ বরাদ্দের ক্ষেত্রে এই ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়কে।
দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করার ক্ষেত্রে কিছু মাপকাঠি বেধে দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। তবুও সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ব্যবহারকারীদের সুবিধার্থে স্বল্পমেয়াদী ভিত্তিতে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলি মেরামতির উদ্যোগ নিয়েছে এনএইচএআই।
এই স্বল্পমেয়াদী উদ্যোগের মধ্যে রয়েছে – পথচারীদের মধ্যে আগাম সতর্কতার সংকেত সহ জেব্রা ক্রসিং, রেলিং তৈরি, সংযোগ স্থলগুলির উন্নয়ন, সৌরবাতি বসানো, সড়কের নাম এবং যান চলাচলে শৃঙ্খলাপরায়ণতা প্রভৃতি। জাতীয় মহাসড়কগুলিতে নিরাপত্তার উন্নতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এনএইচএআই।
CG/MP/SB……
(रिलीज़ आईडी: 1932936)
आगंतुक पटल : 197