কৃষিমন্ত্রক

হায়দ্রাবাদে ১৫ থেকে ১৭ ই জুন জি-২০ গোষ্ঠীর কৃষিমন্ত্রীদের সম্মেলন

Posted On: 14 JUN 2023 2:37PM by PIB Kolkata


নতুন দিল্লি, ৮ ই জুন ২০২৩

    জি-২০ গোষ্ঠীর কৃষিক্ষেত্রে কর্মীগোষ্ঠী সম্মেলন হায়দ্রাবাদে ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির  প্রতিনিধিরা ছা্ড়াও আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ২০০-র বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন।
     প্রথম দিন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী কৈলাশ চৌধুরী সম্মেলনে আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীতে কৃষিক্ষেত্রে ভারতের সাফল্য তুলে ধরা হবে। প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে দুটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। “কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভ, জনসাধারণ এবং পৃথিবীর উপর তার প্রভাব” এবং “ডিজিটাল ব্যবস্থাপনার বাইরে থাকা মানুষদের যুক্ত করা : কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ক্ষমতা” – বিষয় দুটির ওপর আলোচনায় ভারতের প্রথম সারির কৃষিভিত্তিক বাণিজ্যিক সংস্থা, স্টার্ট আপ সংস্থার প্রতিনিধিরা ছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
    সম্মেলনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, বিভিন্ন দেশের মন্ত্রীদের এবং অন্যান্য প্রতিনিধিদের স্বাগত জানাবেন। এদিন “খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য সুস্থায়ী কৃষিকাজ” শীর্ষক আলোচনায় মহিলাদের নেতৃত্বে কৃষিকাজ, সুস্থায়ী জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধান নিয়ে মত বিনিময় করা হবে। শেষদিনে ভারতের সভাপতিত্বে জি-২০-র কৃষিক্ষেত্রে কর্মীগোষ্ঠীর বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ওপর ভিত্তি করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিধি দলটি আইসিএআর- ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ মিলেট রিসার্চের কেন্দ্রটিও ঘুরে দেখবেন।

CG/CB/SG



(Release ID: 1932582) Visitor Counter : 125