বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
পুনেতে আয়োজিত জিপিআই আন্তর্জাতিক শিখর সম্মেলনে তথ্যপ্রযুক্তি এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশিখর-এর ভাষণ
Posted On:
12 JUN 2023 3:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুন, ২০২৩
এই শিখর সম্মেলন জ্ঞান বিতরণের এক সুবর্ণ সুযোগ করে দিয়েছে। পাশাপাশি ডিপিআই প্রয়োগের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি পরবর্তীতে আন্তর্জাতিক ডিজিটাল জন পরিকাঠামো অংশীদারিত্ব এবং ডিজিটাল অর্থনীতি বৃহত্তরভাবে বৃদ্ধি পাবে।
বর্তমানে দুর্দান্ত গতিতে ডিজিটাইজেশন হচ্ছে। এর আগে মানব সভ্যতার ইতিহাসে তা কখনও হয়নি। এই ডিজিটাইজেশন সরকারি শাসন ব্যবস্থাকে পাল্টে দিচ্ছে। বদলাচ্ছে ব্যবসা এবং গ্রাহকদের চিন্তাভাবনা। আন্তর্জাতিক ডিজিটাল অর্থনীতি বিশেষভাবে বৃদ্ধি ঘটছে। সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে তা বেড়েছে অনেকটাই।
ইউএনসিটিএডি ২০২০-এর এক রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে আন্তর্জাতিক ই-কমার্সের মূল্য ২৭ ট্রিলিয়ান ডলার ছাড়িয়ে গেছে। আমি নিশ্চিত কোভিড পরবর্তী পরিস্থিতিতে তা আরও বেড়েছে।
আমরা ডিপিআই এবং ডিপিআই-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। ভারতে ডিজিটাল জনপরিকাঠামোর কার্যকর প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতে শাসন ব্যবস্থা এতদিন ধরে তার আকার, দূরত্ব এবং অন্যান্য বেশ কিছু কারণে পিছিয়ে ছিল। এতদিন দিল্লি থেকে যখন কোনো দরিদ্র বা সাধারণ ব্যক্তির জন্য ১০০ টাকা পাঠানো হত তখন তাদের কাছে মাত্র ১৫ টাকায় পৌঁছত। কারণ পাঠানোর জন্য ব্যয় হতো ১০০ টাকার মধ্যে ৮৫ টাকা।
২০১৫ সালে ডিপিআই চালু হওয়ার পর উল্লেখযোগ্যভাবে পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে জাতীয় রাজধানী বা কোনো রাজ্যের রাজধানী থেকে ১০০ টাকা পাঠানো হলে জনগণের কাছে সেই ১০০ টাকায় পৌঁছায়। বিগত ৫ বছরে সরকার জনগণের জন্য ৪০০ বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে এই ডিপিআই ব্যবস্থার মাধ্যমে।
ভারত আন্তর্জাতিক মানে পৌঁছনোর জন্য নানান পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে আমরা সকলেই বুঝতে পারি যে প্রযুক্তি এবং ইন্টারনেট জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট এবং প্রযুক্তির অনেক ক্ষতিকর দিকও রয়েছে। তা প্রতিরোধে সাইবার আইন কাঠামো গড়ে তোলার জন্য আমরা সমমনস্ক দেশগুলির সঙ্গে কাজ করছি।
দেশে শাসন ব্যবস্থার উপকারিতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল। প্রযুক্তি অবশ্যই মানুষের জীবনযাত্রার মান বাড়িয়েছে। ডিপিআই কাঠামো শাসন ব্যবস্থার ভবিষ্যৎ হিসেবেই পরিগণিত হয়। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এটি কাজ করতে সক্ষম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের জনগণের উন্নয়নের জন্য ডিপিআই-কে বিশেষভাবে ব্যবহার করছে। বর্তমানে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে এই ডিপিআই উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। আমরা যখন শাসনব্যবস্থার কথা বলি তখন আমরা স্বচ্ছতা এবং দক্ষতার কথাও উল্লেখ করি। ডিজিটাল অর্থনীতি এক শক্তিশালী সুযোগ এবং ডিপিআই হচ্ছে এই শক্তিকে যথাযথভাবে ব্যবহার করার অন্যতম সম্ভাবনা। ভারতের এই আন্তর্জাতিক ডিপিআই শিখর সম্মেলন আয়োজনের লক্ষ্য হল আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে যৌথভাবে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই কারণ ভারত বসুধৈব কুটুম্বকম বা সমগ্র বিশ্বকে এক পরিবার হিসেবে গণ্য করে। আগামী দশক প্রযুক্তিগতভাবে সম্ভাবনা এবং অংশীদারিত্বের দশক হয়ে উঠুক। এ ধরণের অংশীদারিত্ব দেশগুলির মধ্যে ডিজিটাল যোগাযোগ স্থাপনকে আরও মজবুত করবে। ডিজিটাল কর্মীগোষ্ঠী একযোগে প্রত্যেক সদস্যের উপকারের জন্য কাজ করবে। উজ্জ্বল ভবিষ্যৎ এবং উজ্জ্বল ডিজিটাল ভবিষ্যৎ গড়ে উঠবে আমাদের সকলের জন্য।
CG/ PM/NS….
(Release ID: 1931860)
Visitor Counter : 100