পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
জম্মুতে ওএনজিসি-র অর্থানুকুল্যে যাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রী হরদীপ সিং পুরী
Posted On:
06 JUN 2023 3:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী জম্মুর সিধরাতে একটি যাত্রী নিবাস ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)- এর অর্থানুকুল্যে নির্মিত হবে। জম্মুতে আজ শ্রী হরদীপ সিং পুরীর সঙ্গে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল শ্রী মনোজ সিনহা।
প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক শ্রীনগর ও অমরনাথ যান। দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক পর্যটকদের জন্য আবাস-স্থল একটি চ্যালেঞ্জের বিষয়। ওএনজিসি-র অর্থানুকুল্যে এই যাত্রী নিবাসটি নির্মিত হলে এই সমস্যার সমাধান হবে। এখানে প্রতি বছর ৩০ হাজার পর্যটক থাকতে পারবেন।
ওএনজিসি-র বিপর্যয় ব্যবস্থাপনা কেন্দ্রটি স্বচ্ছ পানীয় জল, পয়ঃপ্রণালী ও থাকার সুবিধার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ তথ্য বিতরণের মূল কেন্দ্র হয়ে উঠবে এবং জরুরি অবস্থান ত্রাণ সামগ্রী বন্টনের ক্ষেত্রে সহায়ক হবে।
এছাড়াও, স্থানীয় জনগণ, বিশেষ করে অদক্ষ, স্বল্প দক্ষ ও দক্ষ কর্মী, শিল্পী, কারুশিল্পী, দিনমজুর, হকার এবং বয়ন শিল্পীরাও উপকৃত হবেন। ওএনজিসি-র সাহায্যে পর্যটকের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই এর সদর্থক প্রভাব পড়বে স্থানীয় জনজীবনে।
৮ হাজার ৩০০ বর্গমিটার জায়গা জুড়ে এই যাত্রী নিবাস ও জাতীয় বিপর্যয় কেন্দ্র গড়ে তোলা হবে। ওএনজিসি এই প্রকল্পের জন্য ৫১ কোটি টাকা সহায়তা দেবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওএনজিসি-র চেয়ারম্যান এবং সিইও শ্রী অরুণ কুমার সিং। এছাড়াও, জম্মু কাশ্মীরের সরকারি এবং ওএনজিসি-র পদস্থ আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
CG/PM/SB……
(Release ID: 1930642)
Visitor Counter : 149