সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
আসামে ১ হাজার ৪৫০ কোটি টাকার ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন শ্রী নীতিন গড়করি
Posted On:
05 JUN 2023 3:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ জুন, ২০২৩
কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ আসামে ১ হাজার ৪৫০ কোটি টাকার ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে – নওগাঁও বাইপাস, তেলিয়াগাঁও – এর চার লেনবিশিষ্ট এবং তেলিয়াগাঁও – রাঙাগারা শাখা। এছাড়াও তিনি মঙ্গলদই বাইপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দাবোকা – পারাখাওয়ার মধ্যে চার লেনবিশিষ্ট সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মা, সাংসদ শ্রী দিলীপ সৈকিয়া, সাংসদ শ্রী প্রদ্যুৎ বরদলুই এবং রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী শ্রী চন্দ্রমোহন পাটওয়ারি। ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।
১৮ কিলোমিটার দীর্ঘ চার লেনবিশিষ্ট নওগাঁও বাইপাস – তেলিয়াগাঁও এবং তেলিয়াগাঁও – রাঙাগারার মধ্যে প্রকল্প ৪০৩ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে। এই প্রশস্ত সড়ক উত্তর আসাম এবং উজান আসামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নও ঘটবে।
মঙ্গলদই – এ ১৫ নম্বর জাতীয় সড়কে যে ১৫ কিলোমিটার দীর্ঘ বাইপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা নির্মাণে ব্যয় হবে ৫৩৫ কোটি টাকা। এটি নির্মিত হলে আসাম, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মজবুত হবে।
দাবোকা এবং পারাখাওয়ার মধ্যে ২৯ নম্বর জাতীয় সড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ বাইপাস তৈরি করা হবে ৫৭০ কোটি টাকা ব্যয়ে। এর ফলে, গুয়াহাটি – ডিমাপুর অর্থনৈতিক করিডরটি আরও মজবুত হবে। মায়ানমার ও থাইল্যান্ডের সঙ্গেও যোগাযোগ বাড়বে। এছাড়াও, আসাম ও নাগাল্যান্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
CG/PM/SB
(Release ID: 1929967)
Visitor Counter : 159