আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে স্মার্ট সিটিজ মিশনের বাস্তবায়ন নিয়ে আলোচনা
Posted On:
23 MAY 2023 12:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ মে, ২০২৩
আবাসন ও নগরোন্নয়ন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী স্মার্ট সিটিজ মিশনের বাস্তবায়ন নিয়ে সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে আলোচনা করেছেন। যুগান্তকারী এই উদ্যোগের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলির ওপর নজরদারি চালানোর জন্য সংশ্লিষ্ট শহরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের নগর জীবনের ভবিষ্যৎ এই ১০০টি স্মার্ট সিটির বিভিন্ন উদ্ভাবনমূলক উদ্যোগের মধ্যে নিহিত রয়েছে।
২০১৫ সালের ২৫ জুন শহরাঞ্চলে মৌলিক পরিকাঠামো গড়ে তোলা, পরিচ্ছন্ন ও সুস্থায়ী পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্মার্ট সিটিজ মিশনের সূচনা করা হয়। এই প্রকল্পের জন্য বাছাই করা ১০০টি শহরে বিভিন্ন প্রকল্পের কাজ সন্তোষজনক ভাবে এগিয়ে চলেছে। প্রকল্পগুলির নজরদারির জন্য আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের একটি অ্যাপেক্স কমিটি গঠন করা হয়েছে। রিয়েল টাইম জিওগ্রাফিক্যাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন নিয়মিত পাঠানো হয়। এছাড়াও বিভিন্ন প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট শহরে পরামর্শদানের জন্য স্মার্ট সিটি অ্যাডভাইজারি ফোরাম গঠন করা হয়েছে। এই প্রকল্পের সুবিধাভোগী প্রতিটি শহর এ পর্যন্ত ফোরামের ৭৫৬টি বৈঠকের আয়োজন করেছে। এছাড়াও রাজ্যগুলির মুখ্য সচিবদের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৩এর পয়লা মে পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকার মোট ৭ হাজার ৮০০টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে যা মোট প্রকল্পের ৭৩ শতাংশ। আগামী বছর ৩০ জুনের মধ্যে বাকি প্রকল্পগুলির কাজও শেষ হওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্মার্ট সিটিজ মিশনের জন্য ৩৮ হাজার ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ৩৫ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
PG/CB/NS
(Release ID: 1926699)
Visitor Counter : 149