কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

চুক্তির ভিত্তিতে যুগ্ম সচিব স্তর / অধিকর্তা / উপ-সচিব স্তরের পদের জন্য পার্শ্বীয় নিয়োগ


পার্শ্বীয় নিয়োগের মাধ্যমে ৪ যুগ্ম সচিব এবং ১৬ অধিকর্তা / উপ-সচিব নেওয়া হবে

Posted On: 18 MAY 2023 2:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মে, ২০২৩


ভারত সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর থেকে পাওয়া চাহিদা অনুযায়ী সরকারের নিম্নলিখিত দপ্তর / মন্ত্রকের জন্য চুক্তির ভিত্তিতে যুগ্ম সচিব / অধিকর্তা / উপ-সচিব স্তরে সরকারে যোগ দেওয়ার জন্য আবেদন চাওয়া হচ্ছে।

(১) কৃষি ও কৃষককল্যাণ দপ্তর, কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক

(২) অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক

(৩) রসায়ন ও পেট্রো-রসায়ন দপ্তর, রসায়ন ও সার মন্ত্রক

(৪) কর্পোরেট বিষয়ক মন্ত্রক

(৫) খাদ্য ও গণবন্টন দপ্তর, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক

(৬) ভারী শিল্প মন্ত্রক

(৭) উচ্চশিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রক

(৮) আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক

(৯) আইন বিষয়ক দপ্তর, আইন ও বিচার মন্ত্রক

(১০) শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তর, বাণিজ্য ও শিল্প মন্ত্রক

(১১) ফার্মাসিউটিক্যালস দপ্তর, রসায়ন ও সার মন্ত্রক

(১২) স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর, শিক্ষা মন্ত্রক

চার যুগ্ম সচিব এবং ১৬ অধিকর্তা / উপ-সচিব নেওয়া হবে উপরোক্ত মন্ত্রক / দপ্তরে পার্শ্বীয় নিয়োগের মাধ্যমে।

বিস্তারিত বিজ্ঞাপন ও নিয়মাবলি ২০ মে, ২০২৩-এ কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। আগ্রহী প্রার্থীরা ২০ মে, ২০২৩ থেকে ১৯ জুন, ২০২৩-এর মধ্যে আবেদন করতে পারেন।

প্রার্থীদের অনলাইন আবেদনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি হবে। প্রার্থীদের নিশ্চিতভাবে নির্ভুল তথ্য দিতে হবে।


PG/AP/DM/



(Release ID: 1925280) Visitor Counter : 98