কেন্দ্রীয়মন্ত্রিসভা
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া ও ইজিপশিয়ান কম্পিটিশন অথরিটির মধ্যে মউ স্বাক্ষরে অনুমোদন মন্ত্রিসভার
Posted On:
17 MAY 2023 4:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) ও ইজিপশিয়ান কম্পিটিশন অথরিটি (ইসিএ)-র মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (মউ) স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে।
রূপায়ণ কৌশল ও লক্ষ্যসমূহ :
এই মউ-এ তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিযোগিতা আইন ও নীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করা, সেইসঙ্গে বিভিন্ন আস্থা বর্ধক পদক্ষেপের কথা বলা হয়েছে। পাশাপাশি এই মউ-এ অভিজ্ঞতা বিনিময় ও কারিগরি সহযোগিতার মাধ্যমে সিসিআই এবং ইসিএ-র মধ্যে শক্তিশালী যোগসূত্র গড়ে তোলা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কম্পিটিশন আইন বলবৎ করার কথা বলা হয়েছে।
প্রভাব :
এই মউ স্বাক্ষরিত হলে, সিসিআই মিশরে তার সহযোগী সংস্থার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং উপযুক্ত পাঠ গ্রহণ করতে পারবে, যা সিসিআই-এর কম্পিটিশন অ্যাক্ট ২০০২-এর সংস্কারে সহায়ক হবে। এরফলে উপভোক্তারা ব্যাপকভাবে উপকৃত হবেন।
প্রেক্ষাপট :
কম্পিটিশন অ্যাক্ট ২০০২-এর ধারা ১৮ অনুযায়ী সিসিআই যে কোন বিদেশী রাষ্ট্রের যে কোন সংস্থার সঙ্গে শুল্ক ছাড়ের ব্যাপারে বোঝাপড়া করতে পারবে।
PG/MP/NS
(Release ID: 1924887)
Visitor Counter : 132
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam