কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং দিল্লিতে সর্বভারতীয় অষ্টম পেনশন আদালতের উদ্বোধন করবেন

Posted On: 16 MAY 2023 12:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মে, ২০২৩


কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং দিল্লিতে সর্বভারতীয় অষ্টম পেনশন আদালতের উদ্বোধন করবেন। এই আদালতে বিভিন্ন পুরনো মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

প্রস্তাবিত পেনশন আদালত দেশের নানা প্রান্তে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের পেনশন আদালতগুলির সঙ্গে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হবে। সর্বভারতীয় সপ্তম পেনশন আদালতের পর এ পর্যন্ত ২৪২১৮টি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ১৭২৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। মন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে অবসর গ্রহণের প্রাক্কালে পরামর্শদান সংক্রান্ত ৫০তম কর্মশালাটির পৌরহিত্য করবেন। এই কর্মশালায় আগামী ছ’মাস বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে যে ১ হাজার ২০০ জন আধিকারিক অবসর গ্রহণ করতে চলেছেন, তাঁদের নানা বিষয়ে পরামর্শ দেওয়া হবে। এই কর্মশালায় ভবিষ্য প্ল্যাটফর্মে কিভাবে পেনশনের ফর্ম পূরণ করতে হবে, সিজিএইচএস – এর বিভিন্ন সুবিধা গ্রহণ করা যাবে, অবসর গ্রহণের পর আয়কর সংক্রান্ত নানা সুযোগ-সুবিধা, মুখাবয়বের মাধ্যমে শনাক্তকরণ পদ্ধতি এবং অবসরপ্রাপ্তদের সংগঠন সম্পর্কে নানা তথ্য পরিবেশিত হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাঙ্কের পেনশন সেবা পোর্টালটি ভবিষ্য পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে, পেনশনভোগীরা তাঁদের পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট এবং ১৬ নম্বর ফর্ম জমা দেওয়ার সমস্ত তথ্য জানতে পারবেন। ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর এই আদালত বসার উদ্যোগ গ্রহণ করে। পেনশনভোগীদের বিভিন্ন অভাব-অভিযোগ নিষ্পত্তির দ্রুত মীমাংসার জন্য ২০১৮ সালে জাতীয় পেনশন আদালতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়।  

 

PG/CB/SB



(Release ID: 1924548) Visitor Counter : 106