গ্রামোন্নয়নমন্ত্রক

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ভূমি শাসন ব্যবস্থার জন্য টাস্কফোর্স গঠন করা হবে

Posted On: 10 MAY 2023 11:23AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৩

 

গুয়াহাটিতে ৩ ও ৪ মে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ভূমি শাসন ব্যবস্থার জন্য জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়ের স্বশাসিত জেলা পরিষদগুলির ভূমি নথিভুক্তিকরণ ব্যবস্থাপনায় আধুনিকীকরণের জন্য ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়। জাতীয় এই সম্মেলনটির আয়োজন করে মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন অ্যাকাডেমী। এর সহায়তায় ছিল আসাম সরকারের ভূমিসম্পদ ও ভূমি রাজস্ব বিভাগ। ভূমি সম্পদ বিভাগের সচিব শ্রী অজয় তির্কে এই সম্মেলনে সভাপতিত্ব করেন। এছাড়াও, ভূমি রাজস্ব বিভাগের যুগ্মসচিব শ্রী সোনমোনি বোরা, আসাম সরকারের রাজস্ব বিভাগের প্রধান সচিব শ্রী জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠী, লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন অ্যাকাডেমীর উপ-নির্দেশক শ্রীমতী আনন্দি, সর্বেক্ষণ দপ্তরের অতিরিক্ত প্রধান সর্বেক্ষক শ্রী পি ভি রাজাশেখর, বিশ্ব ব্যাঙ্কের সামাজিক উন্নয়ন বিভাগের বর্ষিয়ান বিশেষজ্ঞ শ্রীমতী মৃদুলা সিং এই সম্মেলনে যোগ দেন। এছাড়াও, বোড়ো ল্যান্ড, কার্বিয়াংলং ল্যান্ড, ডিমা হাসাও, ত্রিপুরার আদিবাসী স্বশাসিত জেলা পরিষদ এবং খাসি, গারো ও জয়ন্তীয়া পার্বত্য অঞ্চলের স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন।

ভূমি সংক্রান্ত নথি সংরক্ষণ ও সর্বেক্ষণের বিষয়ে আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আসামের বোড়ো ল্যান্ড, কার্বিয়াংলং এবং ডিমা হাসাও ছাড়া অন্য এলাকাগুলিতে ভূমি সংক্রান্ত নথি কম্প্যুটারের মাধ্যমে সংরক্ষণের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। গারো হিল স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে বার্ষিক পাট্টা বিতরণের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে, জয়ন্তিয়া পার্বত্য স্বশাসিত জেলা পরিষদ ১৯৮০ সালের মেঘালয় ভূমি সর্বেক্ষণ ও নথি প্রস্তুতিকরণ আইন মেনে চলে।

শ্রী সোনমুনি বোরা বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদগুলিতে ডিজিটাল ইন্ডিয়া ভূমি সংক্রান্ত তথ্য আধুনিকীকরণ কর্মসূচির আওতায় ভূমি সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশন ও আধুনিকীকরণের জন্য প্রস্তাব পাঠাতে বলেন। জাতীয় স্তরে এই সম্মেলন আয়োজনের জন্য আসাম সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

           

PG/PM/SB



(Release ID: 1923170) Visitor Counter : 145