প্রতিরক্ষামন্ত্রক
দুর্ঘটনাগ্রস্ত ভারতীয় বিমান বাহিনী মিগ-২১ যুদ্ধ বিমান
Posted On:
08 MAY 2023 12:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ মে, ২০২৩
ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান মিগ-২১ আজ সকাল ৯.৪৫ নাগাদ ভেঙে পড়েছে। সুরাতগড় বিমান ঘাঁটি থেকে নিয়ম মাফিক প্রশিক্ষণের জন্য যুদ্ধ বিমানটি আকাশে ওড়ে। তারপরেই পাইলট বিমানে কিছু জরুরি অবস্থা অনুভব করেন। প্রথাগত নিময় মেনে বিমানের সেই অসুবিধাজনক অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত তাতে ব্যর্থ হয়ে তিনি বিমান থেকে ঝাঁপ দেন। তাতে তিনি সামান্য কিছু আঘাত পেয়েছেন। সুরাতগড় ঘাঁটির ২৫ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে তাঁকে উদ্ধার করা হয়েছে।
হনুমানগড় জেলায় বাহলুল নগরে একটি বাড়ির ওপর বিমানের ধ্বংসাবশেষ ভেঙে পড়ে। এতে দুর্ভাগ্যবশত তিন জনের প্রাণহানি হয়েছে। প্রাণহানির এই ঘটনায় ভারতীয় বিমান বাহিনী দুঃখপ্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার কারণ সুনিশ্চিত করতে কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে।
PG/AB/NS
(Release ID: 1922756)
Visitor Counter : 137