আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চলের শিল্পী ও কারিগরদের কল্যাণে বিপণন ও পরিবহণ সম্পর্কিত এক বিশেষ কর্মসূচির সূচনা হবে আগামীকাল

মণিপুরের ইম্ফলে কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা

Posted On: 17 APR 2023 6:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০২৩


উত্তর-পূর্বাঞ্চলের তপশিলি উপজাতিভুক্ত মানুষের কল্যাণে ‘উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসী উৎপাদনের বিপণন এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়ন’ নামে একটি নতুন কর্মসূচি উদ্ভাবন করেছে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক। এর আনুষ্ঠানিক সূচনা হবে আগামীকাল মণিপুরের ইম্ফলের কোনাঙ্গমামাং-এর এমএসএফডিএস অডিটোরিয়ামে। মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মসূচিটির সূচনা করবেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম – উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যগুলির স্বার্থেই কর্মসূচিটি রূপায়িত হবে।


এই কর্মসূচির একটি বিশেষ উদ্দেশ্য হল আদিবাসী শিল্পী ও কারিগরদের জীবন ও জীবিকার পরিসরকে আরও প্রসারিত করা। উত্তর-পূর্বাঞ্চলে উৎপাদিত পণ্য যাতে সুষ্ঠু ও সুঠাম পরিবহণ ব্যবস্থার মাধ্যমে অন্যত্র পৌঁছে দেওয়া যায় সেজন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থাই গ্রহণ করা হবে।


এই ব্যবস্থায় আদিবাসী শিল্পী ও কারিগররা তাঁদের আয় ও উপার্জন বৃদ্ধির বিশেষ সুযোগ পাবেন। এই কর্মসূচির একটি বিশেষ অঙ্গ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির আদিবাসী শিল্পী ও কারিগরদের একটি প্যানেলও তৈরি করা হবে। এই উদ্দেশ্যে এ বছর এপ্রিল ও মে মাসে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আয়োজিত হবে ৬৮টি আদিবাসী শিল্পী ও কারিগর মেলা।


উত্তর-পূর্বাঞ্চলের শৈল্পিক ঐতিহ্যের সংরক্ষণ প্রচেষ্টায় কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের আওতায় ট্রাইফেড আদিবাসী জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের কাজে সকল রকম প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে।

PG/SKD/DM


(Release ID: 1917402) Visitor Counter : 144