অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের জি-২০ সভাপতিত্বে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের দ্বিতীয় বৈঠক

Posted On: 14 APR 2023 9:10AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ এপ্রিল,২০২৩

 

ভারতের জি-২০ সভাপতিত্বে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হল ১২ ও ১৩ এপ্রিল। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর ২০২৩-এর বসন্ত বৈঠকের প্রায় প্রান্তসীমায় এই বৈঠক অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শ্রী শক্তিকান্ত দাস যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জি-২০ সদস্যভুক্ত দেশ, ১৩টি আমন্ত্রিত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ অভ্যাগত উপস্থিত ছিলেন। বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক আর্থিক কাঠামো, সুস্থায়ী লগ্নি, আর্থিক ক্ষেত্র, আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং আন্তর্জাতিক কর ব্যবস্থা – এসব বিষয় নিয়ে বৈঠকটিকে তিন ভাগে বিভক্ত করা হয়। গত ফেব্রুয়ারি মাসে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের যে বৈঠক হয়েছিল তাতে জি-২০ ফিনান্স ট্র্যাক-এর বিভিন্ন বৈঠকে বিষয়ভিত্তিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে তা নিয়ে এই বৈঠকে পর্যালোচনা করা হবে এবং তার বিভিন্ন দিকের ওপর আলোকপাত করা হবে।

ইউক্রেনের যুদ্ধ, খাদ্য ও শক্তিক্ষেত্রে যে নিরাপত্তার অভাব, জলবায়ু পরিবর্তন এবং আর্থিক স্থায়িত্বের যে ঝুঁকি সাম্প্রতিককালে চোখে পড়ছে, বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামো নিয়ে আলোচনায় সদস্যরা মূল চ্যালেঞ্জিং বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। তাঁদের বক্তব্য, জি-২০ এক্ষেত্রে একটি সমঝোতার সেতুবন্ধ তৈরি করতে পারে যাতে করে অধিক ঝুঁকিসম্পন্ন দেশ এবং এক শ্রেণীর জনসাধারণ সুরক্ষিত থাকতে পারেন।

বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক শক্তিশালী করা নিয়ে সম্প্রতি গঠিত জি-২০-র সুদক্ষ গোষ্ঠী যে মতামত ব্যক্ত করেছে তা নিয়ে মন্ত্রী ও গভর্নররা প্রথম পর্বের বৈঠকে আলোচনা করেন। ঋণের বিষয়ে তাঁরা এই বহুস্তরীয় সমন্বয়কে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। নিম্ন আয়ের দেশ এবং ঝুঁকিপূর্ণ মধ্য আয়ের দেশগুলিতে ঋণের বোঝা বাড়ার বিষয়টির ওপর মন্ত্রী এবং গভর্নররা আলোচনা করেন। এ ব্যাপারে অভিন্ন পরিকাঠামো গড়ে তুলে ঋণের বোঝা কমানোর দ্রুত কোনও ব্যবস্থা গ্রহণের ওপর তাঁরা জোর দেন। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পুঁজির প্রবাহ সংক্রান্ত নীতি নিয়ে আলোচনা হয়েছে।

দ্বিতীয় পর্বের বৈঠকে সুস্থায়ী লগ্নি, আর্থিক ক্ষেত্র, আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। আর্থিক অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামোর প্রসার ঘটানো এবং ২০২৩-এর এ সংক্রান্ত অ্যাকশন প্ল্যানের বিষয়ে আলোচনা হয়। 

তৃতীয় পর্বের আলোচনা হয় আন্তর্জাতিক কর-এর বিষয় নিয়ে। এক্ষেত্রে কর ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে দক্ষ আন্তর্জাতিক প্রয়াস নিয়ে জি-২০ কতখানি কার্যকরী ভূমিকা নিতে পারে সে ব্যাপারে জি-২০ভুক্ত দেশগুলির মন্ত্রীরা তাঁদের মতবিনিময় করেন।

জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠক নিয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন - 
https://www.imf.org/en/News/Articles/2023/04/12/pr23117-global-sovereign-debt-roundtable-cochairs-press-stmt.

জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে গান্ধীনগরে আগামী জুলাই মাসে এবং জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃত্বের শিখর বৈঠক ২০২৩-এর ৮ ও ৯ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে।

 

PG/AB/DM/


(Release ID: 1916755) Visitor Counter : 235