বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের উদ্যোগে প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে সপ্তাহব্যাপী এক বিশেষ অভিযানের সূচনা আগামীকাল থেকে

Posted On: 12 APR 2023 2:07PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৩


ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (আইআইপি)-এর উদ্যোগে আগামী ১৩-১৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এক বিশেষ অভিযানের সূচনা হতে চলেছে। অভিযানের মূল বিষয় হল – ‘প্রতি সপ্তাহে একটি করে গবেষণাগার’। সপ্তাহব্যাপী এই অভিযানকালে আলাপ-আলোচনার কয়েকটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আগামীকাল নয়াদিল্লিতে এর সূচনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম হল কেন্দ্রীয় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর)-এর একটি অন্যতম প্রধান পরীক্ষা ও গবেষণাকেন্দ্র। এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে। এই অভিযানকালে তাৎপর্যময় দুটি বিষয় হল - ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী এবং সিএসআইআর-আইআইপি-র ৬৪তম প্রতিষ্ঠা দিবস। শিল্পক্ষেত্রে প্রযুক্তিগত চিন্তাভাবনা কিভাবে বাস্তবায়িত হয়েছে তা সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরতে ১৪ এপ্রিল একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সিএসআইআর এবং আইআইপি-র কাছ থেকে ভারতীয় শিল্পের প্রত্যাশার বিষয়টিও রয়েছে ঐদিনের আলোচ্যসূচিতে।


এর আগে, এ বছর ৬ জানুয়ারি নয়াদিল্লিতে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি ঐ সময় জানিয়েছিলেন যে ভারতে সিএসআইআর-এর ১৭টি গবেষণাগারকে গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত আন্তর্জাতিক কেন্দ্রে রূপান্তরিত করা হবে। তিনি আরও বলেছিলেন যে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সক্রিয় ও নিরন্তর প্রচেষ্টায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অনুকূল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারত প্রতিনিয়তই এক নতুন নতুন মাত্রায় উন্নীত হয়েছে।


সপ্তাহব্যাপী এই অভিযানের সমাপ্তি ঘটবে আগামী ১৯ এপ্রিল উত্তরাখণ্ড সরকারের কর্মী ও আধিকারিকদের সঙ্গে মিলিত এক বৈঠক ও আলাপ-আলোচনার মধ্য দিয়ে।

PG/SKD/DM



(Release ID: 1915909) Visitor Counter : 111