প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রোজগার মেলার অধীন বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থায় নব-নিযুক্ত প্রায় ৭১ হাজার প্রার্থীর হাতে আগামী ১৩ এপ্রিল নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী

Posted On: 11 APR 2023 12:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৩ এপ্রিল বেলা ১০-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নব-নিযুক্তদের প্রায় ৭১ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে নব-নিযুক্তদের উদ্দেশে ভাষণও দেবেন তিনি।

কর্মসংস্থানে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রধানমন্ত্রীর সঙ্কল্পকে পূরণ করছে এই ‘রোজগার মেলা’। কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ সম্প্রদায়ের সামনে সদর্থক সুযোগ এবং জাতীয় উন্নয়নের কাজে যুক্ত হতে তাঁদের সশক্তিকরণে এই ‘রোজগার মেলা’ এক প্রকার অনুঘটকের কাজ করছে।

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নব-নিযুক্তরা ভারত সরকারের বিভিন্ন পদে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল ও টিকিট ক্লার্ক, ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্যান্ট, ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ড্রাফটসম্যান, জুনিয়র ইঞ্জিয়ার / সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শিক্ষক, লাইব্রেরিয়ান, নার্স, প্রবেশনারি অফিসার, পিএ, এমটিএস প্রভৃতি।

এই নব-নিযুক্তরা ‘কর্মযোগী প্রারম্ভ’-এর মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করার সুযোগ পাবেন। এটি বিভিন্ন সরকারি দপ্তরে নব-নিযুক্তদের একটি অনলাইন প্রশিক্ষণ পাঠ্যসূচি।
 

 

PG/AB/DM/


(Release ID: 1915727) Visitor Counter : 206