আয়ুষ
azadi ka amrit mahotsav

হোমিওপরিবার – সর্বজন স্বাস্থ্য, এক স্বাস্থ্য, এক পরিবার – এই বিষয়কে সামনে রেখে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপিত

Posted On: 10 APR 2023 1:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৩

 

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আজ আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি একদিনের এক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে। বিষয় ছিল – ‘হোমিওপরিবার – সর্বজন স্বাস্থ্য, এক স্বাস্থ্য, এক পরিবার’। এই সম্মেলনের মূল লক্ষ্য হল সমগ্র পরিবারের কাছে হোমিওপ্যাথি চিকিৎসাকে প্রথম পছন্দ হিসেবে জনপ্রিয় করে তোলা ও সেইসঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি।

অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর বলেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি সর্বাত্মক ও সুসংহত ব্যবস্থার দরকার। তিনি বলেন যে তাঁর বিশ্বাস এ জাতীয় সম্মেলন ভারতীয় পরিবারগুলির কাছে হোমিওপ্যাথি চিকিৎসাকে জনপ্রিয় করে তুলবে। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে প্রকৃতির সংযোগ রয়েছে এবং দেশের দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা পরিষেবা হল এই চিকিৎসা পদ্ধতি বলে উপ-রাষ্ট্রপতি মতপ্রকাশ করেন। তিনি বলেন যে কোভিড অতিমারীর সময় হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই উপলক্ষে কেন্দ্রীয় আয়ুষ, বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, আয়ুষ মন্ত্রক আয়ুষ চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করে তুলতে নানাবিধ উদ্যোগ নিচ্ছে বলে জানান।এজন্য গবেষণার ওপর বিশেষ দেওয়া হচ্ছে। আয়ুষ মন্ত্রক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বাজেট বরাদ্দও বৃদ্ধি করেছে বলে তিনি জানান।

কেন্দ্রীয় আয়ুষ এবং মহিলা ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী ডঃ মুঞ্জপারা মহেন্দ্রভাই বলেন যে শুরুতেই রোগের শনাক্তকরণ জরুরি এবং রোগের হাত থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থার প্রতি যত্নশীল হওয়া উচিত।

সিসিআরএইচ এবং কেরল সরকারের হোমিওপ্যাথি দপ্তরের মধ্যে কোভিড অতিমারীর সময় ব্যবহৃত হোমিওপ্যাথি ওষুধ ‘আর্সেনিকাম অ্যালবাম’-এর কার্যকারিতা সংক্রান্ত পরীক্ষানিরীক্ষার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর সিসিআরএইচ-এর নানা প্রকাশনার আনুষ্ঠানিক প্রকাশ করেন। দুটি তথ্যচিত্র প্রকাশ এবং একটি ওয়েব পোর্টাল - ‘CCRH e-library Consortium’-এর আনুষ্ঠানিক সূচনাও করেন শ্রী ধনকর।
 

 

PG/AB/DM/


(Release ID: 1915636) Visitor Counter : 137